সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ০৮:১৭:৩২

বিদ্যুৎবিহীন সাড়ে তিন লাখের বেশি মানুষ, নিহতের সংখ্যা বেড়ে ৩৭

বিদ্যুৎবিহীন সাড়ে তিন লাখের বেশি মানুষ, নিহতের সংখ্যা বেড়ে ৩৭

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিম ও দক্ষিণাঞ্চলে শক্তিশালী টর্নেডোর আঘাতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭ জনে। ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে বেশ কয়েকটি এলাকা। বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন সাড়ে তিন লাখের বেশি মানুষ।

স্থানীয় সময় শুক্রবার (১৪ মার্চ) যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিম ও দক্ষিণাঞ্চলে আঘাত হানা ভয়াবহ টর্নেডোর তাণ্ডবে ধ্বংস হয়ে গেছে ঘরবাড়ি, রাস্তাঘাট। বিদ্যুৎহীন হয়ে পড়েছেন লাখো মানুষ। মিসৌরিতে প্রাণহানির সংখ্যা এখন পর্যন্ত সবচেয়ে বেশি। এছাড়া আলাবামা, উইন্টারবোরা ও প্ল্যান্টার্সভিল শহরে মৃত্যুর খবর পাওয়া গেছে।

টেক্সাস, কানসাস ও ওকলাহোমার বিস্তীর্ণ এলাকায় ঝড়ের প্রভাবে ধূলিঝড় দেখা দিয়েছে। আলাবামার গভর্নর জানান, রাজ্যের ৫২টি কাউন্টি ক্ষতিগ্রস্ত হয়েছে। কবলিতদের উদ্ধারে আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। পশ্চিম ভার্জিনিয়া, ওহাইও এবং পেনসিলভেনিয়ার জন্য জারি করা হয়েছে নতুন করে টর্নেডো সতর্কতা।

এদিকে, আর্কানসাসে ভয়ংকর ‘ইএফ ফোর’ মাত্রার টর্নেডো শনাক্ত হয়েছে, যার বাতাসের গতিবেগ ছিল ১৯০ মাইল প্রতি ঘণ্টা। ২০২১ সালের পর এটি এই অঞ্চলের সবচেয়ে শক্তিশালী টর্নেডো বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

এই দুর্যোগ মোকাবিলায় ফেডারেল সরকার রাজ্য ও স্থানীয় কর্তৃপক্ষকে সর্বাত্মক সহায়তা দেবে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আর্কানসাসে ন্যাশনাল গার্ড মোতায়েনের নির্দেশ দিয়েছেন।

মিশিগান থেকে জর্জিয়ায় ঝড়ের প্রভাবে এখন পর্যন্ত সাড়ে তিন লাখের বেশি মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন। ঝড়ের গতি আরও বাড়তে পারে এবং নতুন নতুন এলাকায় তাণ্ডব চালাতে পারে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদরা। ঝড় ক্রমেই পূর্ব দিকে এগিয়ে যাচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে