আন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রিয়ান মোটরসাইকেল কোম্পানি কেটিএম তাদের ১২৫ সিসি বাইক বন্ধ হওয়ার খবর অনেককে হতাশ করেছিল। কিন্তু বর্তমানে কোম্পানিটি ১২৫ সিসি বাইক আপগ্রেড করে নতুন ১৬০ সিসি বাইক বাজারে নিয়ে আসার পরিকল্পনা করছে। এর মধ্যে আরসি ১২৫ এবং ১২৫ ডিউক-এর জায়গায় আসছে নতুন কেটিএম আরসি ১৬০ এবং ডিউক ১৬০।
কেটিএম
উন্নত ইঞ্জিন, অত্যাধুনিক ডিজাইন ও আকর্ষণীয় ফিচার দিয়ে বাজারে ঝড় তুলতে প্রস্তুত কেটিএম বলে মনে করছেন বাইকপ্রেমীরা।
এছাড়া, কেটিএম ২০০ সিসি ও ২৫০ সিসি সেগমেন্টে ভালো করতে পারলেও, ১৬০ সিসির মতো বাজেট ফ্রেন্ডলি স্পোর্টস বাইক তাদের নেই। ফলে নতুন ১৬০ সিসির এই দুটি মডেল কেটিএম-এর জন্য বড় সুযোগ তৈরি করতে পারে।
কেটিএম
কেটিএম আরসি ১৬০ বাইকটিতে সাদা, কালো এবং কমলা রঙের মিশ্রণ রয়েছে। বাইকটি বর্তমান আরসি সিরিজের ডিজাইন অনুসরণ করবে বলে ধারণা করা হচ্ছে। এটি আরসি ১২৫ এবং আরসি ২০০-এর মতো আন্ডারবেলি এক্সহস্ট পাবে, যা বাইকটিকে আরও অ্যারোডাইনামিক করবে।
এছাড়া, এতে এলইডি হেডলাইট, বড় ফেয়ারিং এবং সুপারস্পোর্ট ডিজাইন থাকবে। ডুয়াল-চ্যানেল এবিএস, ডিজিটাল কনসোল এবং সুপারমটো এবিএসও থাকতে পারে।
বাইকটি দেশের বাজারে খুব শিগগিরই আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। দেশের বাজারে বাইকটির মূল্য হতে পারে ৩ লাখ ১৮ হাজার টাকা (এক্স-শোরুম)।
বর্তমানে তরুণ প্রজন্মে ১৫০-১৬০ সিসি স্পোর্টস বাইকের বাজারে ইয়ামাহা R15 V4 অন্যতম জনপ্রিয় মডেল হলেও আরসি ১৬০ আসার ফলে এই সেগমেন্টে সরাসরি প্রতিযোগিতা করবে বলে ধারণা করা হচ্ছে।
কেটিএম সাধারণত অ্যাগ্রেসিভ ডিজাইন, শক্তিশালী পারফরম্যান্স এবং উন্নত টেকনোলজি-এর জন্য পরিচিত, তাই আরসি ১৬০ বাজারে ইয়ামাহা R15-এর জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে।