বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ১২:৩৩:২৩

৯ মাস পর অবশেষে পৃথিবীতে ফিরলেন দুই নভোচারী

৯ মাস পর অবশেষে পৃথিবীতে ফিরলেন দুই নভোচারী

আন্তর্জাতিক ডেস্ক : অবশেষে পৃথিবীতে ফিরেছেন মার্কিন মহাকাশ সংস্থা নাসার দুই নভোচারী বুচ উইলমোর ও সুনিতা উইলিয়মস। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) প্রায় নয় মাস কাটিয়ে পৃথিবীতে ফিরেছেন তারা। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। 

এতে বলা হয়, গত বছরের জুনে আট দিনের মিশনে মহাকাশে যান উইলমোর ও সুনিতা। তবে যে যানে সাওয়ার হয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গিয়েছিলেন সেখানে যান্ত্রিক ত্রুটি সৃষ্টি হওয়ায় সেখানে আটকা পড়ে যান তারা। 

ফলত পৃথিবীতে ফিরে আসতে তাদের এত সময় লাগলো। প্রায় ১৭ ঘণ্টার সফর শেষে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার তাদের নিয়ে ভূপৃষ্ঠে অবতরণ করে স্পেস এক্সের ক্যাপসুল। ফ্লোরিডার উপকূলে নেমে আসে এটি। নাসার কমার্শিয়াল ক্রু প্রোগ্রামের ব্যবস্থাপক স্টিভ স্টিচ জানিয়েছেন, ক্যাপসুলের আরোহীরা সবাই ভালো আছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে