বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ০৩:৫৪:৩৮

দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ, ২২ জনের মৃত্যু

দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ, ২২ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের ছত্তিশগড় রাজ্যে পৃথক দুটি স্থানে ‘বন্দুকযুদ্ধে’ নিরাপত্তা বাহিনীর এক সদস্য ছাড়াও ২২ মাওবাদী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে রাজ্যের বিজাপুর ও কাঙ্কের জেলায় এ ঘটনা ঘটে।

সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ছত্তিশগড় পুলিশ ও কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা স্থানীয় সময় সকাল ৭টার দিকে গঙ্গালুর থানা এলাকায় মাওবাদীদের বিরুদ্ধে অভিযানে নামে। তখন দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়।

পরে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরকসহ ১৮ জন মাওবাদীর মরদেহ উদ্ধার করা হয়। এসময় একজন নিরাপত্তা সসদ্য নিহত হন।

এনডিটিভি বলেছে, একইদিন রাজ্যের কাঙ্কেরের কোরোস্কোডো গ্রামের কাছে দুই পক্ষের গুলি বিনিময়ের পর আরও চার মাওবাদীর মরদেহ উদ্ধার করা হয়। দুটি স্থানেই বিশেষ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

গত মাসে ছত্তিশগড়ে দেশটির সেনাবাহিনী অন্তত ৩১ জন মাওবাদীকে হত্যা করে। এছাড়া বন্দুকযুদ্ধের সময় দুইজন পুলিশ সদস্য নিহত হয়। দেশটির পুলিশ জানিয়েছিল,  এটি চলতি বছরে সবচেয়ে বড় অভিযান।

গত জানুয়ারিতে ভারতে নিরাপত্তা বাহিনীর এক যৌথ অভিযানে ১৬ মাওবাদী নিহত হন। নিহতদের মধ্যে ছিল মাওবাদী নেতা জয়রাম রেড্ডি। অন্ধ্রপ্রদেশের এই মাওবাদী নেতা ছত্তিশগড়ে মাওবাদী হামলার কৌশল ঠিক করতেন। তার মাথার দাম ছিল এক কোটি টাকা। তাকে হত্যা নিরাপত্তা বাহিনীর জন্য একটি ‘বড় সাফল্য’ হিসেবে দেখা হয়।

২০২৪ সালে ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর হাতে ২০০ জনেরও বেশি মাওবাদী নিহত হয়েছে। একই সময়ে ৮০০ জনেরও বেশি মাওবাদীকে গ্রেফতার করা হয়। ভারতীয় সেনারা দেশটির মধ্য ও উত্তরাঞ্চলীয় রাজ্যগুলোতে ১৯৬৭ সাল থেকে মাওবাদী বিদ্রোহীদের বিরুদ্ধে লড়ছে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে