শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ১১:৪৯:২২

নৌকাডুবিতে ৬ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ৪০ জন

নৌকাডুবিতে ৬ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ৪০ জন

আন্তর্জাতিক ডেস্ক : ভূমধ্যসাগরের ল্যাম্পিওন দ্বীপে আফ্রিকা থেকে ইউরোপে যাওয়ার সময় অভিবাসীদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এতে কমপক্ষে ছয়জন নিহত এবং ৪০ জন নিখোঁজ রয়েছে।

বুধবার (১৯ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।

 ইতালীয় বার্তা সংস্থা এএনএসএ’র বরাতে প্রতিবেদনে বলা হয়, ল্যাম্পেডুসার পশ্চিমে ল্যাম্পিওন দ্বীপের কাছে ডুবে যাওয়া নৌকা থেকে ইতালীয় কর্তৃপক্ষ ১০ জন অভিবাসীকে জীবিত ও ছয়জনের লাশ উদ্ধার করেছে।

মঙ্গলবার বিকেলে ল্যাম্পেডুসার উপকূলে অবস্থিত ল্যাম্পিওন দ্বীপের কাছে ইতালীয় কোস্টগার্ড ও ফাইন্যান্সিয়াল পুলিশের জাহাজ নৌকাটিকে আটক করে।

বেঁচে যাওয়া যাত্রীরা তাদের ল্যাম্পেডুসায় নিয়ে যাওয়ার অভিজ্ঞতা বর্ণনা করে বলেন, তারা রোববার গভীর রাতে রাবার ডিঙ্গিতে করে তিউনিসিয়ার বন্দর শহর স্ফ্যাক্স থেকে রওনা হয়েছিলেন। যাত্রা শুরুর ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে আন্তর্জাতিক জলসীমায় থাকাকালীন নৌকাটি উত্তাল সমুদ্রের মুখোমুখি হয়। এ সময় বেশ কয়েকজন যাত্রী পানিতে পড়ে যায়।

প্রাথমিক প্রতিবেদন অনুসারে, অভিবাসীরা ৫৬ জন যাত্রী নিয়ে ১৬ মার্চ তিউনিসিয়ার স্ফ্যাক্স থেকে রওনা হয়েছিল।

ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ১ জানুয়ারি থেকে ১৮ মার্চের মধ্যে ভূমধ্যসাগর দিয়ে আট হাজার ৭৪৩ জন অনিয়মিত অভিবাসী দেশে এসেছেন। এটি গত বছরের একই সময়ের রেকর্ড করা আট হাজার ৬৩০ জনের চেয়ে সামান্য বেশি।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার তথ্য অনুসারে, চলতি বছরের শুরু থেকে মধ্য ভূমধ্যসাগরে ১৪০ জন অভিবাসী নিখোঁজ হয়েছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে