শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ০৯:৪৫:১০

অর্ধশত স্কুল বন্ধ হচ্ছে শিক্ষার্থীর অভাবে!

অর্ধশত স্কুল বন্ধ হচ্ছে শিক্ষার্থীর অভাবে!

আন্তর্জাতিক ডেস্ক : শিক্ষার্থীর অভাবে বন্ধ হয়ে যাচ্ছে দক্ষিণ কোরিয়ার প্রায় অর্ধশত প্রাথমিক ও মাধ্যমিক স্কুল। দেশটির শিক্ষা মন্ত্রণালয়ের বলছে, চলতি বছরে ১৮৪টি স্কুলে নতুন কোনো শিক্ষার্থী ভর্তি হয়নি। জন্মহার হ্রাস এর প্রধান কারণ।

এদিকে জন্মহার বাড়াতে আর্থিক প্রণোদনাসহ শিশুদের যত্ন নেয়ার ক্ষেত্রেও সহায়তার প্রস্তাবে সরকারের এমন পদক্ষেপ কাজে আসছে না বলে মত বিশ্লেষকদের। স্কুলের খেলার মাঠে সবই আছে। শুধু নেই খেলা করার মানুষ। বাতাসে একাই দুলছে দোলনা। খেলার মাঠ, শ্রেণীকক্ষে সুনসান নীরবতা। 

জন্মহার দ্রুত কমতে থাকার সংকট জর্জরিত দক্ষিণ কোরিয়ায় পর্যাপ্ত শিক্ষার্থীর অভাবে এ বছর বন্ধ হয়ে যেতে বসেছে দেশটির ১৭টি শহর ও প্রদেশের প্রায় ৫০টি প্রাথমিক ও মাধ্যমিক স্কুল।

দক্ষিণ কোরিয়ার শিক্ষা মন্ত্রণালয় বলছে, চলতি বছরে ১৮৪ টি স্কুলে প্রথম শ্রেণীর কোন ছাত্রই ভর্তি হয়নি। আগামী বছর এই সংখ্যা ২ শতাধিক ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।

দেশটির সরকারি পরিসংখ্যানের তথ্য বলছে, দেশটিতে বর্তমান মোট জনসংখ্যা ৫ কোটি ১২ লাখ ২০ হাজার। এর মধ্যে ৬৫ বছর বা তার বেশি বয়সী মানুষ ২০ শতাংশেরও বেশি।

যদিও এর আগে জন্মহার সংকট নিরসনে আর্থিক প্রণোদনাসহ বেশ কয়েকটি উদ্যোগ নিয়েছিল দেশটির সরকার। যার বাস্তব প্রতিফলনে কিছুটা দৃশ্যমান হলেও সংকট নিরসনের পথ অনেক দুর।

এদিকে গত ১০ বছরের মধ্যে গত বছর প্রথম জন্মহার বাড়তে দেখা যায়। যদিও সেটি শূণ্যের কোঠার ওপরে উঠতে পারেনি। ২০২৩ সালে জন্মহার রেকর্ড ছিল ০ দশমিক ৭২। আর ২০২৪ সালে তা ০ দশমিক ০৩ শতাংশ বেড়ে হয়েছে ০ দশমিক ৭৫।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে