শনিবার, ২২ মার্চ, ২০২৫, ০৩:২০:৪৯

দাম কমাতে দুই দেশ থেকে ডিম আমদানির ঘোষণা

দাম কমাতে দুই দেশ থেকে ডিম আমদানির ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে ডিমের দাম অনেকটা বেড়ে যাওয়া নিয়ে বেশ কিছুদিন ধরেই হইচই চলছে। আর এবার পরিস্থিতি সামাল দিতে বিভিন্ন দেশ থেকে ডিম আমদানির পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। 

শনিবার (২২ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, মার্কিন কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, ট্রাম্প প্রশাসন তুরস্ক এবং দক্ষিণ কোরিয়া থেকে ডিম আমদানির পরিকল্পনা করছে এবং আমেরিকান ভোক্তাদের জন্য ডিমের দাম হাতের নাগালে রাখতে অন্যান্য দেশের সঙ্গেও আলোচনা চলছে।

দেশটির কৃষিমন্ত্রী ব্রুক রোলিন্স শুক্রবার (২১ মার্চ) হোয়াইট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, আমরা স্বল্পমেয়াদে লাখ লাখ ডিম আমদানির কথা বলছি।

বার্ড ফ্লুর বিধ্বংসী প্রাদুর্ভাবের কারণে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে ডিমের উৎপাদন হ্রাস পেয়েছে এবং সেখানে ডিমের দাম সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ফলে সেখানে চাহিদার সঙ্গে যোগানের সামঞ্জস্য রাখা যাচ্ছে না।

পরিস্থিতি মোকাবিলায় ট্রাম্প প্রশাসন এই খাতে সম্প্রতি ১ বিলিয়ন ডলার বাজেট ঘোষণার দেওয়ার পর, এবার ডিম আমদানিরও ঘোষণা দিলো। 

প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় দাম কমানোর প্রতিশ্রুতি সত্ত্বেও, গত এক বছরে ডিমের দাম ৬৫ শতাংশেরও বেশি বেড়েছে এবং ২০২৫ সালে এটি ৪১ শতাংশ বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের কৃষিমন্ত্রী রোলিন্স বলেছেন, তার দপ্তর নতুন সরবরাহ নিশ্চিত করার জন্য অন্যান্য দেশের সঙ্গেও আলোচনা করছে। তবে কোন দেশগুলো তা নির্দিষ্ট করে তিনি বলেননি।

পোল্যান্ড এবং লিথুয়ানিয়ার পোল্ট্রি সমিতিগুলো বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, ডিম রপ্তানির বিষয়ে মার্কিন দূতাবাসগুলোও তাদের সঙ্গে যোগাযোগ করেছে।

ফেব্রুয়ারিতে, মার্কিন কৃষি বিভাগ ডিমের দাম মোকাবেলায় ১ বিলিয়ন ডলারের একটি পাঁচ-দফা পরিকল্পনা ঘোষণা করেছে, যার বাজেট জৈব নিরাপত্তা ব্যবস্থার জন্য ৫০০ মিলিয়ন ডলার, ভ্যাকসিন গবেষণা ও উন্নয়নের জন্য প্রায় ১০০ মিলিয়ন ডলার এবং কৃষকদের আর্থিক ত্রাণ কর্মসূচির জন্য ৪০০ মিলিয়ন ডলার।

ট্রাম্প প্রশাসন জানিয়েছে, তারা বাণিজ্যিক ডিম খামারগুলোকে বিনামূল্যে প্রশিক্ষণ ও পরামর্শ পরিষেবা দেবে। বার্ড ফ্লুর বিস্তার রোধে দুর্বলতা মোকাবেলায় খরচের ৭৫ শতাংশ পর্যন্ত সহায়তা দেবে।

যুক্তরাষ্ট্রের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২২ সালে সেখানে বার্ড ফ্লুর প্রাদুর্ভাবের পর ১৬ কোটি ২০ লাখ মুরগী, টার্কি এবং অন্যান্য পাখি নিধন করা হয়। যার ফলে ডিসেম্বর দাম আকাশছোঁয়া হয়ে গেছে।

গত বছর ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন।

প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর চলতি মাসের শুরুতে কংগ্রেসে ট্রাম্প তার প্রথম ভাষণে পূর্বসূরী জো বাইডেনকে ডিমের দাম বৃদ্ধির জন্য দায়ী করেন।

ট্রাম্প দাবি করেন, “বিশেষ করে জো বাইডেন ডিমের দাম নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে দিয়েছিলেন। আমরা দাম কমাতে কঠোর পরিশ্রম করছি।”

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে