রবিবার, ২৩ মার্চ, ২০২৫, ১১:৫৮:৪৯

ঈদ উপলক্ষে পাকিস্তানে ট্রেনের ভাড়া ২০ শতাংশ ছাড়ের ঘোষণা

 ঈদ উপলক্ষে পাকিস্তানে ট্রেনের ভাড়া ২০ শতাংশ ছাড়ের ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান রেলওয়ে ঈদের তিন দিন ভ্রমণকারী যাত্রীদের জন্য ট্রেনের টিকিটে ২০ শতাংশ ছাড় ঘোষণা করেছে। এই ছাড় সব মেইল এক্সপ্রেস, যাত্রীবাহী এবং আন্ত নগর ট্রেনের ক্ষেত্রে প্রযোজ্য হবে। যাত্রীরা ঈদের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় দিনের জন্য বর্তমান বুকিংয়ে হ্রাসকৃত ভাড়া উপভোগ করতে পারবেন।

শনিবার (২২ মার্চ) এ ব্যাপারে আনুষ্ঠানিক নোটিশ জারি করা হয়।

এ ছাড়া যেসব যাত্রী আগাম টিকিট বুকিং করবেন, তারাও এ সুবিধা পাবেন। কিন্তু শুধু ঈদের জন্য যে বিশেষ ট্রেনগুলো চালানো হবে, সেগুলোর ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে না।

যাত্রীরা যেন ছাড় দেওয়ার পুরো সুবিধা পান, তা নিশ্চিত করতে সব বুকিং অফিসে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে।

পাকিস্তান রেলওয়ে এক বিবৃতিতে জানিয়েছে, তাদের এ উদ্যোগ ঈদযাত্রী মানুষের জন্য অর্থনৈতিক সুবিধা ও স্বাচ্ছন্দ্য এনে দেবে বলে তাদের প্রত্যাশা, যারা পরিবারের সঙ্গে ঈদ করতে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে