বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ০৪:০৯:৫৩

বাংলাদেশকে যে বার্তা দিলো যুক্তরাষ্ট্র

বাংলাদেশকে যে বার্তা দিলো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক : স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মঙ্গলবার (২৫ মার্চ) এক বিবৃতিতে বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়ে, উভয় দেশকে আরও নিরাপদ, শক্তিশালী এবং সমৃদ্ধ করতে একসাথে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন রুবিও।

বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে এবারের স্বাধীনতা দিবস উদ্‌যাপন হচ্ছে। যখন অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে।

এ সময় বাংলাদেশের সমৃদ্ধ ও গণতান্ত্রিক ভবিষ্যতের যাত্রায় যুক্তরাষ্ট্র পাশে থাকবে বলে উল্লেখ করেন মার্কো রুবিও।

 বিবৃতিতে তিনি বলেন, ইন্দো–প্যাসিফিক অঞ্চলে অর্থনৈতিক উন্নয়ন ও আঞ্চলিক নিরাপত্তা জোরদারে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে তাদের অংশীদারত্ব অব্যাহত রাখতে আগ্রহী।

বাংলাদেশের এই বিশেষ দিনে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেশটির জনগণের প্রতি উষ্ণ অভিনন্দনও জানান রুবিও। তিনি উভয় দেশের নিরাপত্তা, সমৃদ্ধি ও উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, যুক্তরাষ্ট্র বিশ্বাস করে, বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে এবং এর মাধ্যমে জনগণ তাদের কাঙ্ক্ষিত ভবিষ্যৎ গড়তে সক্ষম হবে। এই যাত্রায় যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে থাকবে বলেও জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে