শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫, ০২:১৩:৩৩

আমি যতদিন প্রেসিডেন্ট হিসেবে থাকব, ততদিন মুসলিম সম্প্রদায়ের পাশে থাকব: ইফতার অনুষ্ঠানে ট্রাম্প

আমি যতদিন প্রেসিডেন্ট হিসেবে থাকব, ততদিন মুসলিম সম্প্রদায়ের পাশে থাকব: ইফতার অনুষ্ঠানে ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমরা মুসলিম সম্প্রদায়ের প্রতি আমাদের প্রতিশ্রুতি রক্ষা করছি। আমার প্রশাসন আব্রাহাম অ্যাকর্ড চুক্তির আওতায় মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য নিরলস চেষ্টা করছে যা অনেকেই অসম্ভব বলেছিল। তবে এখন আমরা সেগুলো পূরণ করা শুরু করছি। 

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৭ মার্চ) মার্কিন প্রেসিডেন্টের দাফতরিক বাসভবন হোয়াইট হাউসে এক ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে তিনি এসব কথা বলেন। খবর আনাদোলু এজেন্সি ও টাইমস অব ইসরায়েলের।

ইফতার অনুষ্ঠানে ২০২৪ সালের নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে লাখ লাখ আমেরিকান মুসলিম সমর্থন করায় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ট্রাম্প।

ট্রাম্প বলেন, আমি লক্ষ লক্ষ মুসলিম আমেরিকানদের বিশেষ ধন্যবাদ জানাতে চাই; যারা ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রেকর্ড সংখ্যায় আমাদের সমর্থন করেছিলেন।

এটা অবিশ্বাস্য ছিল। আমরা আপনাদের সঙ্গে একটু ধীরগতিতে শুরু করেছিলাম, কিন্তু আমরা এখন এগিয়ে এসেছি। ট্রাম্প বলেন, নভেম্বরে মুসলিম সম্প্রদায় আমাদের পাশে ছিল এবং আমি যতদিন প্রেসিডেন্ট হিসেবে থাকব, ততদিন আমি আপনাদের পাশে থাকব।

তিনি বলেন, মুসলিমরা রমজান মাসে প্রতিদিন পরিবারের সঙ্গে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং ইফতারের মাধ্যমে তাদের রোজা ভঙ্গ করে। আজ আমরাও এই রীতি পালন করে ইফতার করবো।

ট্রাম্প তার প্রথম মেয়াদে সম্পাদিত একাধিক চুক্তির কথা উল্লেখ করে বলেন, ইসরায়েল এবং বেশ কয়েকটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হয়েছে।

ইফতার অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রে বসবাসরত মুসলিম রাষ্ট্রগুলোর কূটনীতিকদের পাশাপাশি দেশটির মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধি উপস্থিত ছিলেন। এছাড়া সিনেটর লিন্ডসে গ্রাহাম, যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক তুলসি গ্যাবার্ড, উপ-পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডাউ এবং মধ্যপ্রাচ্য বিষয়ক ডেপুটি বিশেষ দূত মরগান অর্টাগাস ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে