মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫, ০১:৩২:৪৭

ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তানের করাচি

ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তানের করাচি

আন্তর্জাতিক ডেস্ক : স্থানীয় সময় বিকেল ৪টা ১১ মিনিটে পাকিস্তানের করাচি ও আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। দেশটির সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৪.৭ রিখটার স্কেলে।

পাকিস্তানের আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎপত্তিস্থল করাচি থেকে ৭৫ কিলোমিটার উত্তরে এবং এর গভীরতা ছিল ১৯ কিলোমিটার।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, কম্পনের সময় হঠাৎ ঘরবাড়ি কেঁপে ওঠে, আতঙ্কে অনেকে রাস্তায় বেরিয়ে আসেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তাদের অভিজ্ঞতা শেয়ার করেছেন।

তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং পরবর্তী কম্পন বা ক্ষতির বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে