আন্তর্জাতিক ডেস্ক : সাধারণত আমরা জানি যে, জনসংখ্যা প্রতিনিয়তই পৃথীবিতে বৃদ্ধি পাচ্ছে। এটা স্বাভাবিক হিসাবও বটে। কিন্তু কখনও কি শুনেছেন, জনসংখ্যা বাড়ে না, প্রতিনিয়তই কমছে? এবং সে দেশটিও বিশ্বের মধ্যে উন্নত দেশ। তাহলে বলুন তো, এটি কোন দেশ?
ভাবছেন হয় তো গালগপ্পো ছাড়ছি? আরে মহাশয়, এমন ভাববেন না। সত্যি বলছি এমন একটি দেশ আছে যেখানে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে না। বরং কমছে। আর সে দেশটি খুব বেশি দূরের নয়। তা আমাদের এশিয়া মহাদেশেরই অত্যন্ত প্রভাবশালী জাপান।
জাপনারে আদামশুমারির হিসেব অনুযায়ি দেশটিতে গত পাঁচ বছরে জনসংখ্যা ১০ লাখ কমে গেছে। এ তথ্য প্রকাশ করেছে নতুন আদমশুমারির তথ্য।
দেশটিতে ১৯২০ সালের পর থেকে জনগণনায় এবারই প্রথম জনসংখ্যা হ্রাস পাওয়ার কথা জানা গেল।
গত বছরের অক্টোবর মাসে পরিচালিত জনগণনার রিপোর্ট অনুযায়ী জাপানের জনসখ্যা ১২ কোটি ৭১ লাক্ষ যা গত আদমশুমারির চেয়ে দশমিক ৭ শতাংশ বা নয় লাখ ৪৭ হাজার কম। ২০১০ সালে এর আগের আদমশুমারি করা হয়েছিল সেখানে। তবে এই সময়ের মধ্যে রাজধানী টোকিওর জনসংখ্যা কিছুটা বেড়েছে।
জনতত্ত্ববিদরা অনেক দিন থেকেই জনসখ্যা হ্রাসের আশঙ্কা করছিলেন। এর জন্য নিম্নগামী জন্মহার ও অভিবাসনের স্বল্পতাকে দায়ী করা হচ্ছে। ক্রমেই বৃদ্ধদের দেশে পরিণত হচ্ছে জাপান। এর ফলে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি রুদ্ধ হয়ে পড়ছে ও স্বাস্থ্য খাতে খরচ বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করা হচ্ছে।
২৭ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন