বুধবার, ০৯ এপ্রিল, ২০২৫, ১১:৫৩:৫২

চীনের সঙ্গে ঘনিষ্ঠ হওয়া মানে নিজের গলায় ছুরি চালানো: মার্কিন ট্রেজারি সচিব

চীনের সঙ্গে ঘনিষ্ঠ হওয়া মানে নিজের গলায় ছুরি চালানো: মার্কিন ট্রেজারি সচিব

আন্তর্জাতিক ডেস্ক : চীনের সঙ্গে আরও ঘনিষ্ঠ জোট গঠনের চেষ্টা করলে যুক্তরাষ্ট্রের অংশীদারদের জন্য ভয়াবহ পরিণতি বয়ে আনতে পারে বলে সতর্ক করেছেন মার্কিন ট্রেজারি সচিব স্কট বেসেন্ট। একইসঙ্গে যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর চীনের ৮৪ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত ‘দুর্ভাগ্যজনক’ বলে মন্তব্য করেন তিনি।

বুধবার (৯ এপ্রিল) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যমে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, এই মন্তব্য এমন এক সময় এল, যখন সোমবার (৭ এপ্রিল) স্পেনের অর্থমন্ত্রী বলেন, বেইজিং তাদের দেশ ও ইউরোপের অন্যান্য দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার হতে পারে।

ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত এক সম্মেলনে স্কট বেসেন্ট বলেন, চীনের সঙ্গে আরও ঘনিষ্ঠ হওয়া মানে ‘নিজের গলায় ছুরি চালানোর’ মতো।

ফক্স বিজনেস নেটওয়ার্কে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর চীনের ৮৪ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্তকে ‘দুর্ভাগ্যজনক’ বলে মন্তব্য করেন তিনি।

স্কট বেসেন্ট বলেন, চীনের এখানে ‘কোনো সুবিধা নেই।’ কারণ, তারা যুক্তরাষ্ট্রে যে পরিমাণ পণ্য বিক্রি করে, তার চেয়ে অনেক কম কিনে। ‘তাই তারা তাদের শুল্ক বাড়াতে পারে, কিন্তু তাতে কী?’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে