আন্তর্জাতিক ডেস্ক : আবারও ভূমিকম্পে কেঁপে উঠলো দক্ষিণপূর্ব এশিয়ার দেশ মিয়ানমার। শুক্রবার (১১ এপ্রিল) ফের ৪ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে দেশটি। ভারতের ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির (এনসিএস) বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
দেশটিতে কয়েক দিন আগেই ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে, যার আঘাত এখনো সামলে উঠতে পারেনি স্থানীয় বাসিন্দারা।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট এনসিএস জানায়, আজ শুক্রবার স্থানীয় সময় সকাল ৮টা ২ মিনিটে আঘাত হানে ভূমিকম্পটি। ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ছিল এর উৎপত্তিস্থল। এ ভূমিকম্পের পর একাধিক আফটার শক হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে এনসিএসের বার্তায়।
এর আগে গত মাসের শেষের দিকে মিয়ানমারে শক্তিশালী দুটি ভূমিকম্প আঘাত হানে। দেশটির উত্তরাঞ্চলীয় শহর মান্দালয় থেকে ১৭ কিলোমিটার দূরে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের কেন্দ্র বা এপিসেন্টার।
যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ ও গবেষণা সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, ভূমিকম্প দুটির মাত্রা ছিল যথাক্রমে ৭ দশমিক ৭ ও ৬ দশমিক ৪। ব্যাপক ওই ভূমিকম্পের কম্পন অনুভূত হয় মিয়ানমারের প্রতিবেশী থাইল্যান্ড, দক্ষিণ-পশ্চিম চীন, ভারত, ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া ও বাংলাদেশেও।
ওই ভূমিকম্পে মিয়ানমারে এখন পর্যন্ত সাড়ে ৩ হাজারেরও বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছে প্রায় ৪ হাজার ৭০০ জন। তাছাড়া এখনো নিখোঁজ রয়েছে অনেকেই। সূত্র: এনডিটিভি