রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫, ১১:৪৬:০৪

আট মোটর মেকানিক শ্রমিককে গুলি করে হত্যা

 আট মোটর মেকানিক শ্রমিককে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সিস্তান-বেলুচিস্তান প্রদেশে দুর্বৃত্তদের হামলায় পাকিস্তানের আট মোটর মেকানিক শ্রমিককে গুলি করে হত্যা করা হয়েছে।

এক প্রতিবেদনে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, শনিবার (১২ এপ্রিল) ইরান-পাকিস্তান সীমান্তবর্তী মেহারিস্তান এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

পাকিস্তানি নাগরিকদের হত্যার বিষয়টি নিশ্চিত করেছে ইরান। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতরা বাহাওয়ালপুরের বাসিন্দা। তারা স্থানীয় একটি গ্যারেজে গাড়ি রং করা, পালিশ ও মেরামতের কাজে নিয়োজিত ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, অজ্ঞাত হামলাকারীরা রাতের অন্ধকারে ওই গ্যারেজে ঢুকে মেকানিকদের হাত বেঁধে গুলি চালায়, ঘটনাস্থলেই সবাই নিহত হন।

ইরানি নিরাপত্তা বাহিনী দ্রুত ঘটনাস্থল ঘিরে ফেলে এবং নিহতদের মরদেহ উদ্ধার করে। তবে হামলাকারীরা এখনো অজ্ঞাত এবং এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।

ইরানি কর্তৃপক্ষ এরইমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে, যদিও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

তেহরানে অবস্থিত পাকিস্তান দূতাবাসের কর্মকর্তারা নিহতদের শনাক্ত ও তথ্য সংগ্রহে ঘটনাস্থলে পৌঁছেছেন। দূতাবাসের একজন মুখপাত্র জানিয়েছেন, ইরানি কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে এবং নিহতদের পরিবার যাতে ন্যায়বিচার পায়, সে লক্ষ্যে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হবে।

এর আগে ২০২৪ সালের জানুয়ারিতেও সিস্তান প্রদেশে একই ধরনের হামলায় ৯ পাকিস্তানি শ্রমিক নিহত হয়েছিলেন। এ ধরনের ধারাবাহিক হামলায় সীমান্ত অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে