আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের কাছাকাছি একটি নতুন মেট্রো রেলের সুড়ঙ্গ নির্মাণকাজের সময় ধসের ঘটনায় নিখোঁজ এক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বুধবার এ তথ্য জানিয়েছে।
গাওয়াংমিয়ং ফায়ার স্টেশনের হং গন-পিও সাংবাদিকদের জানান, স্থানীয় সময় বুধবার রাত ৮টা ১১ মিনিটের দিকে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এ ছাড়া গাওয়াংমিয়ংয়ের মেয়র পার্ক সুং-উন শোক জানিয়ে বলেন, ‘শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জানাই।
গত শুক্রবার সিউলের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত গাওয়াংমিয়ং শহরে এই দুর্ঘটনার পর থেকে নিখোঁজ ছিলেন পঞ্চাশোর্ধ্ব ওই শ্রমিক। ধসের প্রায় ১৩ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে আরেক শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল। কর্তৃপক্ষ জানিয়েছে, সুড়ঙ্গের কাঠামো মজবুত করার সময় এই দুর্ঘটনা ঘটে।
এই নির্মাণস্থলটি সিউলের ইওইউইডো জেলা থেকে গিয়ংগি প্রদেশের আনসান ও শিহুং পর্যন্ত সংযুক্তকারী একটি নতুন আন্ডারগ্রাউন্ড ট্রানজিট প্রকল্পের অংশ।
ধসের পর আরো বিপজ্জনক পরিস্থিতির আশঙ্কায় আশপাশের প্রায় দুই হাজার ৩০০ বাসিন্দাকে অস্থায়ীভাবে সরিয়ে নেওয়া হয়। এর মাত্র কয়েক সপ্তাহ আগেই সিউলে আরেকটি মেট্রো রেল লাইন সম্প্রসারণকাজের সময় একটি বিশাল গর্ত হয়ে একজন নিহত হন।- এএফপি