শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৬, ০৩:৪৪:৪৬

ইরানের নির্বাচনে সংস্কারপন্থীরা এগিয়ে, খোশ মেজাজে রুহানি

ইরানের নির্বাচনে সংস্কারপন্থীরা এগিয়ে, খোশ মেজাজে রুহানি

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের পার্লামেন্ট নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে। এখনো ফলাফল ঘোষণা হয়নি। তবে ভোটে সংস্কারপন্থী ও মধ্যপন্থী রক্ষণশীলরা এগিয়ে আছেন বলে আভাস পাওয়া যাচ্ছে। ফলে খোশ মেজাজে রয়েছেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি।

শুক্রবার ইরানের ২৯০ আসনের পার্লামেন্ট নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এদিন দেশটিতে দুইটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর একটি পার্লামেন্ট নির্বাচন। অন্যটি অ্যাসেম্বলি অব এক্সপার্ট নামে পরিচিত ধর্মীয় নেতাদের বাছাইয়ের নির্বাচন।

আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা না হলেও ‘ফার্স’ ও মেহের’ এবং বার্তা সংস্থা এপির অনুসন্ধানে জানা যায়, ভোটে কট্টরপন্থীরা হারতে চলেছেন। তাই সংস্কারপন্থীরা এগিয়ে থাকলে প্রেসিডেন্ট হাসান রুহানি নিজ প্রকল্পগুলো সহজে বাস্তবায়ন করতে পারবেন।

ইরানের আট কোটি লোকের মধ্যে সাড়ে পাঁচ কোটি ভোটার রয়েছেন। ভোটারদের মধ্যে ঠিক কত শতাংশ মানুষ ভোটে অংশ নিয়েছে তা তাত্ক্ষণিকভাবে জানা যায়নি। তবে এই সংখ্যা ৭০ ভাগ হতে পারে। এখন পর্যন্ত যা ইঙ্গিত পাওয়া যাচ্ছে তাতে মনে হচ্ছে ২৯০ আসনের সংসদে কেউই একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না।

২০০৪ সাল থেকেই কট্টরপন্থীদের নিয়ন্ত্রণে ছিল সংসদ। কট্টরপন্থীরা মূলত হাসান রুহানির পূর্বসূরী মাহমুদ আহমাদিনেজাদের অনুসারী, যারা পাশ্চাত্যের সাথে বিরোধকেই অগ্রাধিকার দেয়।
২৭ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে