বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ০৭:৪৩:৫৭

লাগবে না আইডি কার্ড, এবার মুখ দেখালেই পরিষেবা!

লাগবে না আইডি কার্ড, এবার মুখ দেখালেই পরিষেবা!

আন্তর্জাতিক ডেস্ক : সংযুক্ত আরব আমিরাত বিকল্প ডিজিটাল শনাক্তকরণ ব্যবস্থা চালু করতে চলেছে। যা গুরুত্বপূর্ণ পরিষেবাগুলিতে প্রবেশের জন্য প্রচলিত এমিরেটস আইডি কার্ড প্রদর্শনের ঝামেলা থেকে মুক্তি দেবে। মুখ দেখে শনাক্ত (ফেসিয়াল রিকগনিশন) করেই আমিরাতের নাগরিকদের পরিষেবায় প্রবেশাধিকার দেয়া হবে।

আশা করা যাচ্ছে, এক বছরের মধ্যেই ডিজিটাল শনাক্তকরণ ব্যবস্থা চালু হবে। এই ব্যবস্থাটি বিভিন্ন ক্ষেত্রে পরিষেবায় প্রবেশকে সহজতর করার জন্য মুখমণ্ডল স্বীকৃতি এবং বায়োমেট্রিক শনাক্তকরণ পদ্ধতি ব্যবহার করবে।

ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস এবং পোর্ট সিকিউরিটি বর্তমানে ব্যাংকিং, স্বাস্থ্যসেবা, আতিথেয়তা এবং টেলিযোগাযোগের মতো খাতে ই-এমিরেটস আইডির ব্যবহার সম্প্রসারণের জন্য কাজ করছে।

স্বাস্থ্যসেবা পরিষেবা পেতে রোগীদের এখনও পরিচয়পত্রের হার্ডকপি উপস্থাপন করতে হয়। যখন ব্যাংকগুলি আর্থিক লেনদেনের জন্যও একই কাজ করা লাগে। হোটেল অতিথিরা প্রায়শই তাদের আসল এমিরেটস পরিচয়পত্র না দেখিয়ে চেক ইন করতে পারেন না। সূত্র: খালিজ টাইমস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে