শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ১০:০৩:১১

স্বর্ণের দাম নিয়ে গ্লোবাল অ্যানালাইসিস ও ভবিষ্যদ্বাণী

স্বর্ণের দাম নিয়ে গ্লোবাল অ্যানালাইসিস ও ভবিষ্যদ্বাণী

আন্তর্জাতিক ডেস্ক : স্বর্ণের প্রতি মানুষের আকর্ষণ চিরকালীন। আর যখন এই মূল্যবান ধাতুর দাম রীতিমতো আগুন হয়ে ওঠে, তখন কেবল গহনা প্রেমীরা নয়, অর্থনৈতিক বিশ্লেষকরাও চমকে ওঠেন। স্বর্ণের দামে আগুন এই বাক্যটি এখন যেন প্রতিদিনের খবর হয়ে দাঁড়িয়েছে। দুবাইয়ের বাজারে ২২ ও ২৪ ক্যারেট স্বর্ণের দাম গত দুই দিনে রেকর্ড হারে বেড়েছে, যা নিয়ে আলোচনা তুঙ্গে।

স্বর্ণের দামে আগুন: দুবাইয়ে মূল্যবৃদ্ধির টানা ধাক্কা
স্বর্ণের দাম দুবাইয়ে যে হারে বাড়ছে, তা অবাক করার মতো। মাত্র একদিনের ব্যবধানে প্রতি গ্রাম ২২ ক্যারেটের স্বর্ণের দাম বেড়েছে ১৪ দিরহাম, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৬২.৬৪ টাকা। বর্তমানে ২২ ক্যারেট স্বর্ণের দাম প্রতি গ্রাম ৩৭২.৫ দিরহাম বা প্রায় ১২,৩০৯ টাকা। অথচ বছরের শুরুতে এই দাম ছিল মাত্র ২২৩.২৫ দিরহাম। এই সময়ের মধ্যে দাম বেড়েছে প্রায় ৬৭%।

এই ধারাবাহিক মূল্যবৃদ্ধি এখন রীতিমতো রেকর্ড গড়ছে। দুবাইয়ের স্বর্ণের বাজার পরিবর্তন এখন এতটাই অস্থির যে ব্যবসায়ীরাও পূর্বাভাস দিতে পারছেন না। ২৪ ক্যারেটের স্বর্ণের দাম প্রথমবারের মতো ৪০০ দিরহাম ছুঁয়েছে। মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডস-এর ভাইস চেয়ারম্যান আবদুল সালাম কে. পি. জানিয়েছেন, বছরের শুরু থেকে দাম পার্থক্য প্রতি গ্রামে প্রায় ১৫০ দিরহাম।

বিশেষজ্ঞদের মতে, এই মূল্যবৃদ্ধির পেছনে রয়েছে বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা। বিশ্ববাজারের প্রভাব এর অন্যতম কারণ। ইউএস প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ঘোষিত পারস্পরিক শুল্ক, মধ্যপ্রাচ্যে উত্তেজনা এবং মার্কিন অর্থনীতিতে পরিবর্তনের আশঙ্কা স্বর্ণের দিকে বিনিয়োগ বাড়িয়েছে। ফলে চাহিদা ও দামের উর্ধ্বমুখী গতি এখন থামছে না।

বিশ্ববাজারে স্বর্ণের দাম: গ্লোবাল অ্যানালাইসিস ও ভবিষ্যদ্বাণী
বিশ্বব্যাপী স্বর্ণের দামও এখন ইতিহাস সৃষ্টি করছে। ১৭ই এপ্রিল পর্যন্ত, প্রতি আউন্স স্বর্ণের দাম এক পর্যায়ে পৌঁছায় ৩৩৫০ ডলার ছুঁই ছুঁই, যা আগের দিনের তুলনায় ১১৫ ডলার বেশি। মার্কেট বিশেষজ্ঞরা মনে করছেন, এই ধারা অব্যাহত থাকতে পারে সেপ্টেম্বর বা অক্টোবর পর্যন্ত।

অন্যদিকে, সৌদি আরবে ২২ ক্যারেট স্বর্ণের দাম ২৭৮ রিয়াল এবং ২৪ ক্যারেটের দাম ৪০৯ রিয়াল, যা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। ইউরোপ, চীন ও ভারতের বাজারেও অনুরূপ চিত্র দেখা যাচ্ছে। Wikipedia অনুযায়ী, সংকটকালীন সময়ে স্বর্ণ একটি নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচিত হয় এবং ইতিহাসও সেটাই বলে।

বিশ্বব্যাংক, আইএমএফ, এবং অন্যান্য আর্থিক সংস্থা পূর্বাভাস দিচ্ছে যে, যতদিন পর্যন্ত বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা থাকবে, স্বর্ণের প্রতি মানুষের আগ্রহ বাড়তেই থাকবে। অনেক কেন্দ্রীয় ব্যাংক ইতিমধ্যেই নিজেদের রিজার্ভে স্বর্ণ সংযোজন শুরু করেছে।

স্বর্ণ ব্যবসায়ীরা বলছেন, বর্তমানে প্রতি ঘণ্টায়ও দামের পরিবর্তন হচ্ছে। এ ধরনের পরিস্থিতিতে দীর্ঘমেয়াদি পূর্বাভাস দেওয়া প্রায় অসম্ভব। তবে, স্বর্ণের প্রতি মানুষের চাহিদা কখনোই কমে না। ফলে দামের এই আগুন দীর্ঘদিন ধরে থাকতে পারে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে