শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ১২:২৩:৩২

কৃষকদের ওপর বিক্ষিপ্তভাবে গুলি, পুলিশ আসার আগেই ১২ জন নিহত

কৃষকদের ওপর বিক্ষিপ্তভাবে গুলি, পুলিশ আসার আগেই ১২ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ার কেন্দ্রীয় রাজ্য বেন্যুতে বন্দুকধারীরা ১৭ জনকে হত্যা করেছে বলে পুলিশ শুক্রবার জানিয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে এই অঞ্চলে আন্তঃসাম্প্রদায়িক সহিংসতার সর্বশেষ ঘটনা এটি। 

পুলিশের মুখপাত্র অ্যানেন সিউয়েস ক্যাথরিন এক বিবৃতিতে বলেছেন, ‘বেন্যু রাজ্যের একটি অঞ্চলে বিশালসংখ্যক সন্দেহভাজন মিলিশিয়া আক্রমণ চালিয়েছে। নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছিল।

আজ ভোরে তাদের গ্রাম থেকে  তাড়িয়ে দেওয়া হয়েছে। মিলিশিয়ারা কৃষকদের ওপর বিক্ষিপ্তভাবে গুলি চালায়, এতে পাঁচজন নিহত হয়।’ তিনি আরো বলেন, ‘দুর্ভাগ্যবশত একযোগে আক্রমণ করা হয়েছিল। যেখানে পুলিশ আসার আগেই ১২ জন নিহত হয়েছিল।

মধ্য নাইজেরিয়ায় জমি ব্যবহার নিয়ে যাযাবর গবাদি পশুপালক এবং কৃষকদের মধ্যে সংঘর্ষ সাধারণ ঘটনা। গত দুই সপ্তাহের কম সময়ের মধ্যে দুটি হামলায় নিকটবর্তী উত্তর-মধ্য মালভূমি রাজ্যে ১০০ জনেরও বেশি লোক নিহত হয়েছে। সূত্র : এএফপি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে