শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ০৮:১৯:৪৯

ফাঁস হয়ে গেছে iPhone 17 এর দাম ও ফিচার

ফাঁস হয়ে গেছে iPhone 17 এর দাম ও ফিচার

আন্তর্জাতিক ডেস্ক : স্মার্টফোনের দুনিয়ায় প্রতি বছরই নতুন উত্তেজনা নিয়ে আসে অ্যাপল। আর এবারে, iPhone 17 ঘিরে আগ্রহের সীমা নেই। উন্নত ফিচার, আকর্ষণীয় ডিজাইন এবং প্রযুক্তিগত উৎকর্ষতার কারণে, এটি শুধু একটি ফোন নয়, বরং একটি লাইফস্টাইল সিম্বল হয়ে উঠেছে। 

যারা সর্বশেষ প্রযুক্তি ও স্টাইল নিয়ে আপডেট থাকতে চান, তাদের জন্য iPhone 17 এক নতুন অধ্যায়ের সূচনা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো—এই ফোনটির সম্ভাব্য দাম ও ফিচার এখনই ফাঁস হয়ে গেছে, যা গ্রাহকদের আগ্রহ আরও বাড়িয়ে তুলেছে।

iPhone 17: ফিচার ও সম্ভাব্য আপডেটে যা জানা গেছে
iPhone 17 মডেলটি আগত স্মার্টফোনগুলোর মধ্যে অন্যতম প্রতীক্ষিত। অ্যাপল পূর্ববর্তী প্রজন্মের থেকে কিছু গুরুত্বপূর্ণ আপগ্রেড নিয়ে এসেছে এই মডেলে। iPhone 17-এর ডিসপ্লে হতে পারে ৬.৩ ইঞ্চির, যা iPhone 16 Pro-এর মতোই। তবে এই মডেলে প্রো-গ্রেড ১২০ হার্জ প্রোমোশন রিফ্রেশ রেট থাকবে বলে ধারণা করা হচ্ছে, যা পূর্বে শুধু প্রো মডেলেই সীমাবদ্ধ ছিল।

এছাড়াও, অ্যাপল iPhone 17-এ নতুন ধরনের অ্যান্টি-রিফ্লেকটিভ এবং স্ক্র্যাচ-রেজিস্ট্যান্ট কোটিং যুক্ত করতে পারে, যা স্ক্রিনের টেকসইত্ব অনেকটাই বাড়িয়ে দেবে। এই আপডেট অ্যাপল ফ্যানদের জন্য নিঃসন্দেহে একটি বড় চমক।

এই মডেল চালিত হবে অ্যাপলের পরবর্তী প্রজন্মের A19 চিপসেট দ্বারা, যা উন্নত ৩এনএম আর্কিটেকচারে তৈরি। এতে ৮জিবি RAM থাকবে, যেটি পূর্বের মডেলগুলোর মতো হলেও চিপসেটের পাওয়ার এফিশিয়েন্সির কারণে পারফরম্যান্সে বিশাল পরিবর্তন আসবে বলে মনে করা হচ্ছে।

ফোনটির ব্যাটারি সম্পর্কেও জল্পনা-কল্পনা চলছে। ধারণা করা হচ্ছে, এতে ব্যাটারির আয়ু আগের তুলনায় আরও বাড়বে। মূলত A19 চিপসেটের দক্ষতার কারণেই এই সুবিধা পাওয়া যাবে।

আরও একটি বড় পরিবর্তন দেখা যেতে পারে এর ফ্রন্ট ক্যামেরায়। অ্যাপল এবার একটি ২৪ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দিতে পারে, যেখানে থাকবে ছয়টি এলিমেন্ট লেন্স। এর ফলে সেলফির অভিজ্ঞতা আরও উন্নত ও স্পষ্ট হবে।

রঙের দিক থেকে iPhone 17 পাওয়া যেতে পারে সাদা, কালো, নীল এবং গোলাপি এই চারটি আকর্ষণীয় রঙে। এতে গ্রাহকদের পছন্দের পরিসর আরও বাড়বে।

iPhone 17-এর পিছনের ক্যামেরা ডিজাইনে কোনো বড় পরিবর্তন না-ও আসতে পারে। পূর্বের মতোই ভার্টিকেল ড্যুয়াল-ক্যামেরা সেটআপ থাকবে, যা iPhone 16 মডেলে দেখা গিয়েছিল। এই বিষয়টি অনেকের কাছে পরিচিত ও পছন্দের হতে পারে।

iPhone 17 এর দাম ও সম্ভাব্য মডেল বিভাজন
iPhone 17-এর দাম নিয়ে ইতোমধ্যে বিভিন্ন প্রযুক্তি সাইটে তথ্য ফাঁস হয়েছে। রিপোর্ট অনুযায়ী, অ্যাপল এবার চারটি মডেল আনতে পারে—iPhone 17, iPhone 17 Air, iPhone 17 Pro এবং iPhone 17 Pro Max। লক্ষ্যণীয় বিষয় হলো, পূর্বের প্লাস ভ্যারিয়েন্টটি এবার আর থাকছে না।

iPhone 17-এর বেস মডেলের দাম শুরু হতে পারে ৭৯৯ মার্কিন ডলার থেকে, যা বাংলাদেশী মুদ্রায় আনুমানিক ৯৭,৫৯০ টাকা। তবে এই দাম দেশভেদে কিছুটা পরিবর্তিত হতে পারে, কারণ শুল্ক, ভ্যাট এবং অন্যান্য আমদানি ব্যয় এতে প্রভাব ফেলে।

Pro ও Pro Max মডেলগুলোর দাম স্বাভাবিকভাবেই বেশি হবে, কারণ এতে আরও উন্নত ক্যামেরা, উন্নত মেটেরিয়াল এবং ফিচার যুক্ত থাকবে। iPhone 17 Air মডেলটি হতে পারে একটু হালকা ও স্লিম ডিজাইনের, যেটা আলাদা করে কিছু ক্রেতার নজর কাড়বে।

ডিজাইন, ডিসপ্লে, পারফরম্যান্স ও দাম—সব মিলিয়ে iPhone 17 বাজারে আসার আগেই প্রযুক্তিপ্রেমীদের মনে প্রবল কৌতূহল তৈরি করেছে। আগের যেকোনো iPhone রিলিজের তুলনায়, এবারের ফাঁস হওয়া তথ্যগুলো অনেক বেশি নির্ভরযোগ্য।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে