আন্তর্জাতিক ডেস্ক : ফোনটিতে আছে আর্মরশেল প্রোটেকশন। আরও আছে আন্ডারওয়াটার ফটোগ্রাফির সুবিধা, যা সাধারণত এতোদিন মিলত কেবল ফ্ল্যাগশিপ ফোনে।
বাংলাদেশের বাজারে ‘সি৭৫এক্স’ স্মার্টফোন এনেছে রিয়েলমি।
স্মার্টফোনটিতে আইপি৬৯, আইপি৬৮, আইপি৬৬ রেটিং রয়েছে এবং ফোনটি মিলিটারি গ্রেড শক রেজিস্ট্যান্স সার্টিফাইড। এর ফলে ফোনটি পানি, ধুলা ও দুর্ঘটনাজনিত পতনেও ফোনটি পর্যাপ্ত নিরাপত্তা পাবে বলে দাবি করেছে কোম্পানিটি।
ফোনটিতে রয়েছে আর্মরশেল প্রোটেকশন। এর পাশাপাশি এতে রয়েছে আন্ডারওয়াটার ফটোগ্রাফির সুবিধা, যা সাধারণত এতোদিন মিলত কেবল ফ্ল্যাগশিপ ফোনে।
ফোনটিতে আছে বিশেষ ‘অপ্টিমাউজড অ্যালগরিদম’সম্পন্ন ৫০ মেগাপিক্সেল ক্ষমতার ক্যামেরা। সেইসঙ্গে আছে ৪৫ ওয়াট ফাস্ট চার্জ সক্ষমতার ৫৬০০ এমএএইচ ব্যাটারি। ফলে পাঁচ মিনিট চার্জেই ফোনটিতে ৩ ঘণ্টার টকটাইম মিলবে। আর পুরোপুরি চার্জে ফানটি সাত ঘণ্টা টানা গেইম বা ১৩.২ ঘণ্টা ভিডিও প্লে করা যাবে, আর ফোনটি স্ট্যান্ডবাই থাকবে ২৪ ঘণ্টা।
ডিভাইসটিতে আছে গুগল জেমিনাই চ্যাটবট। ফলে এতে চটপট প্রশ্নের উত্তর, অনুসন্ধান, অ্যাপসে এআই স্মার্ট লুপ, এআই ইমেজ এডিটিংয়ের ফিচার মিলবে।
‘কোরাল পিংক’ বর্ণে ফোনটি ৬/১২৮ জিবি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে অথরাইজড স্টোর ও ই-কমার্স প্ল্যাটফর্মে। এর মূল্য ১৭,৯৯৯ টাকা।