রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ০৭:৫৬:৩১

যে ভুয়া খবর প্রচার সৌদি আরবে থাকা বাংলাদেশি ইস্যুতে!

যে ভুয়া খবর প্রচার সৌদি আরবে থাকা বাংলাদেশি ইস্যুতে!

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি যুবরাজকে কটাক্ষ করার বিষয়ে শোনা যায়। সৌদি যুবরাজকে কটাক্ষ করার দাবির পরিপ্রেক্ষিতে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি প্রচার করা হয়েছে, সৌদি যুবরাজ সালমানকে অপমান করায় আকামা আছে কি না, তা না দেখেই সৌদি আরবে ৬০ হাজার বাংলাদেশিকে আটক করা হয়েছে।

উল্লেখ্য, সৌদি আরবে থেকে কাজ করতে হলে আকামার প্রয়োজন। আকামা হচ্ছে কাজের অনুমতিপত্র।

তবে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার এক প্রতিবেদনে জানায়, বাংলাদেশে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে কটাক্ষ বা অবমাননা করার দায়ে আকামার বিষয় না দেখেই সৌদি আরবে ৬০ হাজার বাংলাদেশিকে আটক করার দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে কোনো রকম নির্ভরযোগ্য তথ্য-প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করলে তাতে প্রচারিত দাবির সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্য-প্রমাণ উল্লেখ করতে দেখা যায়নি। এ বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও আলোচিত দাবিটির সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্য-প্রমাণ পাওয়া যায়নি।

অনুসন্ধানে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক্স অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করলে অ্যাকাউন্টটিতে প্রায় প্রতি সাত দিন পর পর একটি পরিসংখ্যান পোস্ট হতে দেখা যায়। এরূপ পোস্টে নিয়ম ভঙ্গকারী কতজনকে সৌদি আরব এক সপ্তাহে আটক করেছে তার একটি পরিসংখ্যান দেওয়া থাকে।

 প্রতিবেদনে আরো হয়, পহেলা বৈশাখের পর প্রথমবারের মতো গত ১৯ এপ্রিলে এরূপ একটি পরিসংখ্যান পোস্ট করা হয়েছে। পরিসংখ্যানটিতে বলা হয়, গত ১ সপ্তাহে ২০,৬৮৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আটককৃতদের অপরাধ হিসেবে আবাসন আইন ভঙ্গ, শ্রম আইন ভঙ্গ, সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গ, আইন ভঙ্গকারীদের সহায়তা, সীমান্ত পেরিয়ে সৌদি আরবে অবৈধভাবে প্রবেশের চেষ্টা, সৌদি আরব থেকে অবৈধভাবে পালানোর চেষ্টা এসব অপরাধ উল্লেখ আছে। 

কোথাও বাংলাদেশে সৌদি যুবরাজকে অবমাননার কোনো উল্লেখ পাওয়া যায়নি। তা ছাড়া মোট আটককৃতদের জাতীয়তার কোনো অনুপাতও উল্লিখিত পরিসংখ্যান পোস্টে উল্লেখ করা হয়নি।

কেবলমাত্র সীমান্ত পেরিয়ে সৌদি আরবে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করতে গিয়ে আটক হওয়া ১২৬৪ জনের জাতীয়তা উল্লেখ করা হয়েছে যার মধ্যে প্রায় প্রায় ৯৭ শতাংশই ইথিওপিয়ান ও ইয়েমেনি।

এ রকম গত ৫টি পোস্ট তথা প্রায় শেষ ৫ সপ্তাহের গ্রেপ্তার হওয়া পরিসংখ্যান পর্যবেক্ষণ করেও আলোচিত দাবির সপক্ষে কোনো কিছুই উল্লেখ পাওয়া যায়নি।

সুতরাং বাংলাদেশে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে কটাক্ষ বা অবমাননা করার দায়ে আকামার বিষয় না দেখেই সৌদি আরবে ৬০ হাজার বাংলাদেশিকে আটক করার দাবিটি মিথ্যা এবং ভিত্তিহীন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে