রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ১০:৪২:১০

জীবনে ব্যর্থ হলে ঘুরে দাঁড়ানোর উপায়, যে প্রশ্ন করতে হবে নিজেকে

জীবনে ব্যর্থ হলে ঘুরে দাঁড়ানোর উপায়, যে প্রশ্ন করতে হবে নিজেকে

এক্সক্লুসিভ ডেস্ক : ব্যর্থতা শব্দটি শুনলেই অনেকের মনে হতাশা, দুঃখ কিংবা ভয়ের জন্ম হয়। তবে বাস্তবতা হলো— ব্যর্থতা জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। শুধু সাধারণ মানুষ নয়, বিশ্বের সফলতম ব্যক্তিদের জীবনেও এসেছে একাধিক ব্যর্থতার গল্প। কখনও পরীক্ষায় অনুত্তীর্ণ হওয়া, চাকরিতে ব্যর্থতা, ব্যবসায় ক্ষতি কিংবা সম্পর্কের ভাঙন— এই প্রতিটি অভিজ্ঞতাই জীবনের নানা পর্যায়ের ব্যর্থতা প্রকাশ করে।

তবে মনোবিজ্ঞানীরা বলছেন, ব্যর্থতা মানেই শেষ নয়। বরং এটি হতে পারে নতুন কোনো শুরুর দ্বার। প্রথমেই নিজেকে বলতে হবে, “হ্যাঁ, আমি ব্যর্থ হয়েছি”— এই সত্য মেনে নেওয়া হলো ঘুরে দাঁড়ানোর প্রথম ধাপ। নিজেকে দোষারোপ না করে কিছুটা সময় নিয়ে নিজের অনুভূতিগুলো অনুভব করতে দিতে হবে। কষ্ট পাওয়া স্বাভাবিক, কিন্তু সেই কষ্টে আটকে থাকাটা নয়।

একজন মানুষ ব্যর্থ হয়েছে মানেই সে ব্যর্থ ব্যক্তি নয়। শিল্পপতি হেনরি ফোর্ড বলেছিলেন, “ব্যর্থতা হলো নতুন করে আরও বুদ্ধিমত্তার সঙ্গে শুরু করার সুযোগ।” প্রতিটি ব্যর্থতার ভেতর লুকিয়ে থাকে কিছু মূল্যবান শিক্ষা। তাই নিজেকে প্রশ্ন করতে হবে—আসলে কোথায় ভুল হয়েছিল? এবং কিভাবে আরও ভালো করা যেত? এই আত্মজিজ্ঞাসা থেকেই জন্ম নেয় ভবিষ্যতের সাফল্যের বীজ।

বিশেষজ্ঞরা বলেন, আপনার মানসিকতা নির্ধারণ করে দেবে আপনি সামনে কীভাবে এগোবেন। ‘আমি পারি না’ ধরনের ফিক্সড মাইন্ডসেট বাদ দিয়ে, ‘আমি শিখছি, তাই পারবো’—এমন গ্রোথ মাইন্ডসেট গড়ে তোলাই হবে মূল চাবিকাঠি। নিজেকে বলুন, “আমি ব্যর্থ হইনি, আমি চেষ্টা করেছি এবং আমি এখনো শিখছি।”

ব্যর্থতা আত্মবিশ্বাস কমিয়ে দিতে পারে, তবে তা পুনরুদ্ধারও সম্ভব। অতীতের ছোট ছোট সাফল্য মনে করুন, ছোট লক্ষ্য নির্ধারণ করুন এবং একে একে তা অর্জনের মাধ্যমে নিজেকে প্রেরণা দিন। ইতিবাচক মনোভাবসম্পন্ন মানুষের সঙ্গে সময় কাটান, এবং অন্যের সঙ্গে নিজেকে তুলনা করা থেকে বিরত থাকুন।

তবে শুধুমাত্র বিশ্লেষণ করলেই হবে না, সেই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে আবারও যাত্রা শুরু করতে হবে। নিজেকে জিজ্ঞাসা করুন— এখন আমার করণীয় কী? কী দক্ষতা বা অভিজ্ঞতা দরকার? কীভাবে ধীরে ধীরে লক্ষ্যের দিকে এগোনো যায়?

ছোট ছোট ধাপে শুরু করুন, ধৈর্য ধরুন এবং প্রতিদিন একটু করে এগিয়ে যান। জীবনের পথ সবসময় সমান হবে না— আবারও ব্যর্থতা আসতে পারে। তবে যাঁরা সহনশীল, তাঁরাই একদিন পৌঁছে যান সাফল্যের শিখরে। ধৈর্য, অধ্যবসায় ও আত্মবিশ্বাস— এই তিনটি গুণ আপনাকে পুনরায় দাঁড় করাবে।

জানা গেছে, প্রাচীন দার্শনিক কনফুসিয়াস বলেছিলেন, “আমাদের আসল গৌরব কখনো না পড়ায় নয়, বরং যতবারই পড়ি না কেন উঠে দাঁড়ানোয়।” তাই মনে রাখুন, আপনার যাত্রা এখনো শেষ হয়নি। ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়িয়ে, একদিন আপনার গল্পই হতে পারে অন্যের প্রেরণা।

ব্যর্থতা মানে জীবনের অপমান নয়—এটি জীবনের একটি শিক্ষামূলক অধ্যায়। সাফল্যের পথ কখনোই সরল হয় না, এর মাঝে আছে ঝড়, ধুলো আর কাঁটা। তবে যারা সাহস করে আবার উঠে দাঁড়ায়, তারাই একদিন গন্তব্যে পৌঁছে যায়। তাই সাহস রাখুন— আপনি পারবেন। আজকের ব্যর্থতাই হতে পারে আগামীর সাফল্যের সূচনা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে