সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ১১:৫৪:১৬

চরম উদ্বেগে সৌদি প্রবাসীরা!

চরম উদ্বেগে সৌদি প্রবাসীরা!

এমটিনিউজ২৪ ডেস্ক : সৌদি আরবে বিশ্বের বিভিন্ন দেশের লক্ষ লক্ষ প্রবাসীদের বসবাস। যাদের অধিকাংশই শ্রমিক আবার কেউ ব্যবসায়ী বা চাকুরিজীবিও রয়েছে। সম্প্রতি বেশ ধরপাকড় চালাচ্ছে সৌদি প্রসাশন, যা বেশ উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে যে দেশে বসবাসরত ভিনদেশের এসব নাগরিকদের জন্য। গত এক সপ্তাহে ২০ হাজার ৬৮৮ জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করেছে সৌদি পুলিশ।

সৌদি প্রেস এজেন্সি তাদের প্রতিবেদনে জানিয়েছে, একাধিক অপরাধে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে ইতিমধ্যে নিশ্চিত করেছে প্রশাসন। যার মধ্যে রয়েছে- আবাসিক আইন লঙ্ঘন, সীমান্ত নিরাপত্তা ও শ্রম আইন লঙ্ঘন। গ্রেপ্তারকৃতদের মধ্যে ১২ হাজার ৩৭২ জনকে আবাসিক আইন লঙ্ঘন, ৪ হাজার ৭৫০ জনকে অবৈধভাবে সীমান্ত পার এবং ৩ হাজার ৫৬৬ জনকে শ্রম আইন লঙ্ঘনের দায়ে গ্রেপ্তার করা হয়েছে বলে জানানো হয় এই প্রতিবেদনে।

জানা যায়, অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের দায়ে ১ হাজার ২৬৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ৬১ শতাংশ ইউথোপিয়ান, ৩৬ শতাংশ ইয়েমেনি এবং ৩ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। এছাড়া আরও ৯৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে সৌদি থেকে অন্য দেশে পালিয়ে যাওয়ার সময়। আর ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে পরিবহন আইন লঙ্ঘন করার জন্য। তবে এদের মধ্যে কোন বাংলাদেশি আছে কি না নিশ্চিত হওয়া যায়নি।

অন্যদিকে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী জানা যায়, অবৈধভাবে সৌদি আরবে প্রবেশে কেউ সহযোগিতা করলে এবং পরিবহন ও আশ্রয় দেয়ার মাধ্যমে কাউকে সাহায্য করলে তাকে ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হবে। এছাড়া ১০ লাখ সৌদি রিয়াল জরিমানারও বিধান রয়েছে বলে জানা যায়। এর পাশাপশি তার সম্পত্তি এবং যানবাহনও বাজেয়াপ্ত করা হতে পারে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে