আন্তর্জাতিক ডেস্ক : গত বৃহস্পতিবার (১০ এপ্রিল) প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এর মাধ্যমে জাপানি ভাষা প্রশিক্ষণের মাধ্যমে বিনা খরচে জাপানে কাজের সুযোগ তৈরি হয়েছে।
উল্লেখ্য, ২০১৭ সাল থেকেই বাংলাদেশ থেকে জাপানে কারিগরি শিক্ষানবিশ হিসেবে কর্মী পাঠানো হচ্ছে।
সমঝোতা স্মারকে বলা হয়, বাংলাদেশি কর্মীরা বিনামূল্যে জাপানি ভাষা ও কারিগরি প্রশিক্ষণ নিতে পারবেন। প্রশিক্ষণ শেষে অভিবাসন ব্যয় ছাড়াই জাপানে চাকরির সুযোগ মিলবে। এতে জাপানে অধিক সংখ্যক বাংলাদেশি কর্মী পাঠানোর সম্ভাবনা তৈরি হবে।
প্রশিক্ষণের আওতায় যেসব খাতে সুযোগ থাকবে তা হলো:
কেয়ারগিভার
ইন্ডাস্ট্রিয়াল প্যাকেজিং
প্লাস্টিক মোল্ডিং
রড বাইন্ডিং
স্ক্যাফোল্ডিং
কার পেইন্টিং
ওয়েল্ডিং
অটোমোবাইল মেকানিক
এই লক্ষ্যে দেশে চালু করা হয়েছে টেকনিক্যাল ইন্টার্ন ট্রেনিং প্রোগ্রাম (TITP)। যেখানে জাপানি ভাষা, সংস্কৃতি ও কাজ শেখানো হবে। এই কোর্সে অংশ নিতে হলে আবেদন করতে হবে সরকার নির্ধারিত ওয়েবসাইটে।
আবেদন করা যাবে বাংলাদেশ সরকারের অধীন:
Bureau of Manpower, Employment and Training (BMET)
JDS Program
➡️ BMET অফিসিয়াল ওয়েবসাইট:
http://www.bmet.gov.bd
এ বিষয়ে বিএমইটির একজন জনসংযোগ কর্মকর্তা আজ সোমবার (২১ এপ্রিল) জানান, জাপানে কাজ করতে আগ্রহীরা ইতোমধ্যে প্রশিক্ষণের জন্য আবেদন শুরু করেছেন।