বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ১১:৫২:৫১

বাতিল সৌদি বাদশাহর নৈশভোজ, দেশে ফিরছেন নরেন্দ্র মোদি!

বাতিল সৌদি বাদশাহর নৈশভোজ, দেশে ফিরছেন নরেন্দ্র মোদি!

আন্তর্জাতিক ডেস্ক : ভারতনিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে পর্যটকদের ওপর সশস্ত্র বন্দুকধারীদের হামলায় ঘটনায় সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মঙ্গলবার (২২ এপ্রিল) সংবাদ সংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়, কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগামে হামলার জেরে বিদেশ সফর কাটছাঁট করে দ্রুত দেশের ফিরছেন নরেন্দ্র মোদি।

 আগের সফর সূচি অনুযায়ী, বুধবার রাতে ভারতের প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা ছিল। কিন্তু মঙ্গলবার জম্মু কাশ্মীরে পর্যটকদের ওপরে ভয়াবহ হামলার ঘটনার পর যত দ্রুত সম্ভব দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন নরেন্দ্র মোদি।

সরকারি সূত্রের বরাত দিয়ে পিটিআই জানিয়েছে, পূর্ব নির্ধারিত সৌদি বাদশাহ আয়োজিত সরকারি নৈশভোজ অনুষ্ঠানে যোগ দেননি ভারতের প্রধানমন্ত্রী। মঙ্গলবার রাতেই জেদ্দা থেকে নয়াদিল্লির বিমান ধরার কথা রয়েছে নরেন্দ্র মোদির।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, মঙ্গলবার বিকেলে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন।

হিমালয়ের কোলে অবস্থিত মনোরম শহর পহেলগামেকে ‘ভারতের সুইজারল্যান্ড’ হিসেবে বর্ণনা করা হয়। জনপ্রিয় এই পর্যটন নগরীতে এই হামলা ২০১৯ সালে পুলওয়ামা হামলার পর কাশ্মীরে সবচেয়ে প্রাণঘাতী হামলা।

এদিকে হামলার পরপরই সৌদি থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফোন করে কাশ্মীরে ঘিরে সুরক্ষা ব্যবস্থা তত্ত্বাবধানের নির্দেশ দেন মোদি। প্রধানমন্ত্রীর নির্দেশ পেয়ে রাতেই শ্রীনগরে পৌঁছে সেনা, আধাসেনা, পুলিশ ও প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক বসেন শাহ।

হামলায় জড়িতদের বিচারের আওতায় আনার ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য আমাদের সংকল্প অটুট রয়েছে এবং এটা আরও শক্তিশালী হবে।’

হামলার পর ঘটনাস্থল পেহেলগাম এলাকায় সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছে বলে ওই অঞ্চলের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা জানিয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এই হামলার দায় স্বীকার করেছে ‘কাশ্মীর রেজিস্ট্যান্স’ নামের একটি সশস্ত্র গোষ্ঠী। সামাজিক যোগাযোগমাধ্যমে তারা এই ঘোষণা দিয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে