বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ১১:২১:৪৩

৪৮ ঘণ্টার মধ্যে পাকিস্তানি নাগরিকদের ভারত ছাড়ার নির্দেশ

৪৮ ঘণ্টার মধ্যে পাকিস্তানি নাগরিকদের ভারত ছাড়ার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক : ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জনের প্রাণহানির ঘটনার একদিন পর দেশটিতে অবস্থানরত পাকিস্তানিদের অবিলম্বে নিজ দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে নয়াদিল্লি। বুধবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন দেশটির মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির (সিসিএস) বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, পেহেলগামে হামলার ঘটনার পর ভারতের কেন্দ্রীয় সরকার পাকিস্তানের বিরুদ্ধে বেশ কিছু পদক্ষেপের ঘোষণা দিয়েছে। এর মধ্যে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) বিশেষ ভিসা ছাড় প্রকল্পের আওতায় পাকিস্তানি নাগরিকদের ভারতে আর ভ্রমণ করতে দেওয়া হবে না বলে জানিয়েছে দিল্লি।

সার্ক ভিসার আওতায় ভারতে অবস্থানরত পাকিস্তানি নাগরিকদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দেশটি থেকে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রিসভার নিরাপত্তা কমিটির বৈঠকের পর দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি সাংবাদিকদের বলেছেন, পেহেলগামে হামলার বিষয়ে মন্ত্রিপরিষদের নিরাপত্তা কমিটিকে ব্রিফ করা হয়েছে। বৈঠকে আন্তঃসীমান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।

তিনি বলেন, জম্মু ও কাশ্মিরে লোকসভা এবং বিধানসভা নির্বাচন সফলভাবে অনুষ্ঠিত হয়েছিল। অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়নের বিষয়ে কেন্দ্র নিয়ন্ত্রিত ওই অঞ্চলে অবিরাম কর্মযজ্ঞের মাঝে এই হামলার ঘটনা ঘটেছে। এর পরিপ্রেক্ষিতে ভারতে অবস্থানরত পাকিস্তানিদের বিশেষ ভিসা বাতিল, নতুন করে ভিসা বন্ধ, সিন্ধু পানি বণ্টন চুক্তি বাতিল, ইসলামাবাদ থেকে সামরিক উপদেষ্টাদের প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠকে নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভার কমিটি পেহেলগামে হামলার ঘটনায় বিশ্বের বিভিন্ন দেশের পক্ষ থেকে ভারতের প্রতি সমর্থন ও সংহতি জানিয়ে যেভাবে বার্তা দেওয়া হয়েছে, তার প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে বলে জানান মিশ্রি। এসব বার্তা সন্ত্রাসবাদের প্রতি বিশ্বের জিরো টলারেন্স নীতিরই প্রতিফলন বলে মনে করছে ভারতের নিরাপত্তা কমিটি।

সিসিএসের বৈঠকে গৃহীত সিদ্ধান্তের ঘোষণা দিয়ে দেশটির পররাষ্ট্রসচিব বলেন, পাকিস্তানি নাগরিকদের সার্ক ভিসা ছাড়ের আওতায় ভারতে আর ভ্রমণ করার অনুমতি দেওয়া হবে না। অতীতে পাকিস্তানি নাগরিকদের জন্য জারি করা যে কোনও সার্ক ভিসা বাতিল করা হয়েছে। বর্তমানে এই ভিসার আওতায় ভারতে অবস্থানরত পাকিস্তানিদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ত্যাগ করতে হবে। সূত্র: এনডিটিভি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে