বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫, ১২:২৮:৪৬

ভয়াবহ অগ্নিকাণ্ডে সাত শতাধিক ঘরবাড়ি পুড়ে ছাই!

ভয়াবহ অগ্নিকাণ্ডে সাত শতাধিক ঘরবাড়ি পুড়ে ছাই!

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে সাত শতাধিক ঘরবাড়ি পুড়ে গেছে। এতে অন্তত ১ হাজার ৮০০টি পরিবার রাতারাতি বাস্তুহীন হয়ে পড়েছে। স্থানীয় সংবাদমাধ্যমে এ খবর উঠে এসেছে।

স্থানীয় সময় বুধবার (২৩ এপ্রিল) ভোররাতে ফিলিপিন্সের রাজধানী ম্যানিলার বারাংগে ৬৫০ বন্দর এলাকায় আগুনের সূত্রপাত হয়। এরপর দ্রুতই পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। নয় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় দুই শতাধিক ঘর।

এদিন আরেকটি ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে ম্যানিলার টন্ডোর মোরিওনেস স্ট্রিটে। এ ঘটনায় বহু মানুষ হারিয়েছে মাথা গোঁজার ঠাঁই।

ম্যানিলা সিটি দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানায়, টন্ডোর বারাংগে ১২৩ এলাকায় অগ্নিকাণ্ডে আরও অন্তত ৫০০ ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। উভয় অগ্নিকাণ্ডের ঘটনায় সবমিলিয়ে গৃহহীন হয়েছে প্রায় ১ হাজার ৮০০ পরিবার।

অগ্নিকাণ্ড শুধু বাড়িঘরই পোড়ায়নি বরং, কেড়ে নিয়েছে বাসিন্দাদের বেঁচে থাকার অবলম্বনও। অগ্নিকাণ্ডে প্রায় ১ কোটি ফিলিপিন্স ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে।

অগ্নিকাণ্ডে ঘর হারানো এক ব্যক্তির ভাষ্য, ‘সবকিছু পুড়ে গেছে। আমার কিছুই রেহাই পায়নি। আমি যা রাখতে পেরেছি তা হলো এই সান্তো নিনোর মূর্তিটি। আমার টেলিভিশনসহ বাকি সব কিছু পুড়ে গেছে।’

সরকারি সহায়তার দাবি জানিয়ে ওই ব্যক্তি বলেন, ‘আমি আশা করি আমরা সাহায্য পাব, আমাদের শূন্য থেকে শুরু করতে হবে। কারণ আমাদের বাড়িঘর পুনর্নির্মাণ না হওয়া পর্যন্ত আমাদের থাকার জন্য কোনো জায়গা নেই।’

পোর্ট এরিয়ায় অগ্নিকাণ্ডের ঘটনাটি রাত ১২:০৩ মিনিটে শুরু হয় এবং টোন্ডোতে আগুন লাগার ঘটনাটি শুরু হয় রাত ১:৫৫ মিনিটে। ম্যানিলা ফায়ার ডিপার্টমেন্ট থেকে বাইশটি দমকল, অন্যান্য ফায়ার ডিস্ট্রিক্ট থেকে ২৯টি উদ্ধারকারী ট্রাক ঘটনাস্থলে পৌঁছে।

ম্যানিলা শহর কর্তৃপক্ষ স্টিলের ফ্রেম এবং টারপলিন দিয়ে তৈরি অস্থায়ী আশ্রয়কেন্দ্র তৈরি করে। স্থানীয় সরকার ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের প্রতিদিন গরম খাবার সরবরাহের পাশাপাশি আর্থিক সাহায্য প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে।
 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে