বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫, ০৭:৫৬:৪২

এবার বাংলাদেশকে যে অনুরোধ করলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী

এবার বাংলাদেশকে যে অনুরোধ করলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : কাশ্মীর ইস্যুতে ভারতের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে বাংলাদেশ সফর স্থগিতের অনুরোধ জানিয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে তিনি এ অনুরোধ জানান। খবর বিবিসির

এর আগে, গত ১৭ এপ্রিল পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচের ঢাকা সফরের সময় এই সফরের দিনক্ষণ চূড়ান্ত হয়। সেই হিসেবে আগামী ২৭ এপ্রিল দুই দিনের সরকারি সফরে তার ঢাকায় আসার কথা ছিল।

এদিকে, বাংলাদেশের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কিছু বলা হয়নি। তবে, পাকিস্তানের এই কর্মকর্তার সফর নিয়ে প্রস্তুতি নিচ্ছিল পররাষ্ট্র মন্ত্রণালয়। 

জানা গেছে, সফরে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি চুক্তি সই হওয়ার কথা ছিল। এ নিয়ে এরইমধ্যে আলোচনাও করেছে ঢাকা ও ইসলামাবাদ।

উল্লেখ্য, সবশেষ ২০১২ সালে তৎকালীন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খার বাংলাদেশ সফর করেছিলেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে