রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫, ০২:৪৪:৪১

উৎসব চলাকালে ভিড়ের উপর গাড়ি চালিয়ে দেয়ার ঘটনায় অনেক মানুষের মৃত্যুর আশঙ্কা

উৎসব চলাকালে ভিড়ের উপর গাড়ি চালিয়ে দেয়ার ঘটনায় অনেক মানুষের মৃত্যুর আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক : কানাডার ভ্যাঙ্কুভার শহরে ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে দেয়ার ঘটনা ঘটেছে। এতে ‘অনেক মানুষ’ নিহত হওয়ার আশংকা করা হচ্ছে। একটি উৎসব চলাকালে ভিড়ের উপর গাড়ি চালিয়ে দেয়া হয় বলে নিশ্চিত করেছে পুলিশ।

শনিবার (২৬ এপ্রিল) স্থানীয় সময় রাত ৮টার পরে এ ঘটনা ঘটে।

 রোববার (২৭ এপ্রিল) বিবিসির প্রতিবেদনে এ খবর জানানো হয়। 
 
পুলিশ আরও জানায়, এ ঘটনায় অনেক মানুষ আহত হয়েছেন। গাড়ির চালককে আটক করা হয়েছে। এ সময় ভ্যাঙ্কুভারে লাপু লাপু দিবসের সমাবেশ চলছিল। 

পুলিশ জানিয়েছে এ ঘটনায় ঠিক কতজন মারা গেছেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে ঘটনার তদন্ত শুরু হয়েছে।
 
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, রাস্তায়  ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কমপক্ষে সাতজন মাটিতে পড়ে রয়েছেন। এ বিষয়ে পরে আরও তথ্য জানানো সম্ভব হবে বলে জানিয়েছে পুলিশ। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে