রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫, ০৮:১৩:৩৯

জানেন সবচেয়ে বেশি বিক্রি হওয়া স্মার্টফোন কোনটি?

জানেন সবচেয়ে বেশি বিক্রি হওয়া স্মার্টফোন কোনটি?

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বজুড়ে  স্মার্টফোন বাজারে আবারও শীর্ষস্থান ফিরে পেয়েছে দক্ষিণ কোরিয়ান প্রযুক্তি প্রতিষ্ঠান Samsung। আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান International Data Corporation (IDC)-এর সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫ সালের প্রথম প্রান্তিকে স্মার্টফোন সরবরাহে স্যামসাং আবারও সবার ওপরে উঠে এসেছে।

বিশ্বব্যাপী অর্থনৈতিক অনিশ্চয়তা ও বিভিন্ন ভূ-রাজনৈতিক দ্বন্দ্বের মধ্যেও স্মার্টফোন নির্মাতারা উন্নয়নের ধারায় রয়েছে। এরই প্রেক্ষিতে, চলতি বছরের প্রথম প্রান্তিকে বিশ্বব্যাপী স্মার্টফোন সরবরাহে ১.৫ শতাংশ প্রবৃদ্ধি দেখা গেছে, যেখানে সরবরাহের সংখ্যা পৌঁছেছে ৩০৪.৯ মিলিয়ন ইউনিটে।স্যামসাং ফোন

অ্যাপলকে ছাড়িয়ে শীর্ষে স্যামসাং
২০২৪ সালের শেষ ভাগে সাময়িকভাবে শীর্ষে উঠেছিল অ্যাপল। তবে, ২০২৫ সালের প্রথম তিন মাসে স্যামসাং আবারও স্মার্টফোন সরবরাহে বিশ্বে শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে। এই তালিকার শীর্ষ পাঁচে আরও রয়েছে—

স্যামসাংয়ের সাফল্যের পেছনের কারণ
স্যামসাংয়ের এই সাফল্যের অন্যতম কারণ হলো—
Galaxy S25 সিরিজের প্রিমিয়াম ফিচার
Galaxy A36 ও A56-এর মতো মিড-রেঞ্জ ডিভাইসের জনপ্রিয়তা
এই ডিভাইসগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ফিচার সাধারণ ব্যবহারকারীদের কাছে আরও সহজলভ্য করে তুলেছে।

পরিসংখ্যান যা জানার মতো
২০২৫ সালের প্রথম প্রান্তিকে স্যামসাং সরবরাহ করেছে ৬০.৬ মিলিয়ন ইউনিট স্মার্টফোন
বৈশ্বিক স্মার্টফোন সরবরাহের ১৯.৯% এখন স্যামসাংয়ের দখলে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে