রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫, ১০:০৬:০৯

জানেন হঠাৎ কত হলো হিরোর এই মোটরসাইকেলের দাম?

জানেন হঠাৎ কত হলো হিরোর এই মোটরসাইকেলের দাম?

আন্তর্জাতিক ডেস্ক : হিরোর জনপ্রিয় মডেল প্যাশন প্লাস মোটরসাইকেলের দাম বাড়ল। ভারতের বাজারে দাম বাড়ানো হয়েছে। যার প্রভাব পড়েছে বিশ্ব বাজারেও। 

সস্তা এবং দুর্দান্ত মাইলেজের বাইক তৈরির জন্য অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে বিখ্যাত হিরো।  এই কোম্পানির বাইকের চাহিদাও থাকে তুঙ্গে। বিশেষ করে মধ্যবিত্ত শ্রেণীর মধ্যেই এর চাহিদা বেশি। এমনকি গ্রামাঞ্চলের দিকেও বেশ জনপ্রিয় হিরোর মিড-রেঞ্জের বাইক। হিরোর বেস্ট সেলিং বাইক প্যাশন প্লাস। কিন্তু এই বাইকের দাম বাড়ল।

এই বাইকে ওবিডি-২বি এমিশন নর্মের আপডেট অন্তর্ভুক্ত করেছে সংশ্লিষ্ট সংস্থা। যার জেরে এই বাইকের দাম কিছুটা হলেও বাড়ানো হয়েছে। শুধু তা-ই নয়, রঙের ক্ষেত্রেও রয়েছে চমক। কারণ এই বাইকের কালার অপশনেও প্রচুর বদল এনেছে অটোমোবাইল কোম্পানিটি।

ভারতের বাজারে হিরো প্যাশন প্লাসের দাম বেড়েছে ১৭৫০ রুপি। এর আগে এই বাইকের দাম ছিল ৭৯ হাজার ৯০১ রুপি। বর্তমানে এই বাইকের এক্স-শোরুম প্রাইস বা এক্স-শোরুম মূল্য বেড়ে ঠেকেছে ৮১ হাজার ৬৫১ রুপিতে।

যদিও এই বাইকটির ইঞ্জিনে কোনও রকম পরিবর্তন আনেনি হিরো। আগের মতোই এই বাইকে ব্যবহার করা হয়েছে ৯৭.২ সিসি সিঙ্গেল সিলিন্ডার। আর এই একই ইঞ্জিন স্প্লেন্ডর প্লাস এবং এইচএফ ডিলাক্সেও ব্যবহার করেছে প্রস্তুতকারী সংস্থা। এই ইঞ্জিনের সাহায্যে বাইকটি ৮০০০ আরপিএম-এ ৮.০২ পিএস পাওয়ার জেনারেট করে। আর ৬০০০ আরপিএম-এ ৮.০৫ এনএম টর্ক উৎপাদন করে। এই বাইকটি ৭০ কিলোমিটারের মাইলেজ দিতে সক্ষম।

দুই রকম কালার অপশনে এই বাইকটিকে বাজারে পাওয়া যাচ্ছে। এই বাইকে ডুয়াল টোন বডি টোন পেইন্ট স্কিম ব্যবহার করা হয়েছে। এর মধ্যে গ্রাহকরা পেয়ে যাবে কালো রঙের মধ্যে রেড অ্যাকসেন্টের বিকল্প পাবেন। আর পাশাপাশি কালো রঙের মধ্যে ব্লু অ্যাকসেন্টের বিকল্পও পেয়ে যাবেন গ্রাহকরা। যদিও বাইকের ডিজাইনের ক্ষেত্রে কোনও রকম পরিবর্তন আনেনি হিরো।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে