আন্তর্জাতিক ডেস্ক : রয়্যাল এনফিল্ড বিশ্বের অন্যতম জনপ্রিয় এবং ক্লাসিক বাইক ব্র্যান্ড। এটি বিখ্যাত তার শক্তিশালী পারফরম্যান্স, স্টাইল এবং ঐতিহ্যগত ডিজাইনের জন্য।
দীর্ঘ দূরত্বে রাইডিংয়ের জন্য উপযুক্ত হওয়ায় প্রতিটি রাইডে বাইকারের আস্থার জায়গা করে নিয়েছে রয়্যাল এনফিল্ড। পাশাপাশি এটি ক্লাসিক বাইক প্রেমীদের জন্য একটি চমৎকার পছন্দ।
এছাড়া বাইকের ভারী কাঠামো এবং দীর্ঘস্থায়ী পারফরম্যান্স দীর্ঘ সময় ধরে বাইকটি ব্যবহার করতে সাহায্য করে, যা অ্যাডভেঞ্চার এবং রোড ট্রিপের জন্য উপযুক্ত। যার ফলে বর্তমান সময়ে রয়্যাল এনফিল্ড তরুণদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় একটি বাইক হয়ে উঠেছে।
রয়্যাল এনফিল্ডের বাইকগুলো মাইলেজের দিক থেকে চমকপ্রদ না হলেও কিছু মডেল রয়েছে যেগুলোর মাইলেজ বেশ ভালো। চলুন যেনে নেওয়া যাক মাইলেজের দিক থেকে রয়্যাল এনফিল্ডের সেরা ৩টি বাইক সম্পর্কে-
রয়্যাল এনফিল্ড মেটিওর ৩৫০
এই বাইকে ব্যবহার করা হয়েছে ৩৫০ সিসির সিঙ্গেল সিলিন্ডার, ৪-স্ট্রোক, এয়ার-অয়েল কুলড ইঞ্জিন। যা সর্বোচ্চ ৬,১০০ আরপিএম-এ ২০.১২ হর্সপাওয়ার শক্তি এবং ৪,০০০ আরপিএম-এ ২৭ এনএম টর্ক উৎপাদন করতে সক্ষম। উচ্চ গতির জন্য বাইকটিতে ৫-স্পিড গিয়ারবক্স ব্যবহার করা হয়েছে। নিরাপত্তার জন্য ব্যবহার করা হয়েছে ডুয়াল চ্যানেল ABS ব্রেকিং সিস্টেম।
বাইকটি প্রতি লিটারে সর্বোচ্চ ৪১.৮৮ কিলোমিটার পাড়ি দিতে সক্ষম এবং এটি সর্বোচ্চ গতি তুলতে পারবে ঘণ্টায় ১২০ কিলোমিটার পর্যন্ত। দেশের বাজারে বাইকটির দাম প্রায় ৪ লাখ ৩৫ হাজার টাকা। এটি এমন একটি বাইক যেটি ড্রাইভিং কমফোর্ট এবং মাইলেজ দুটোই ভালোভাবে প্রদান করে।
রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৩৫০
এই বাইকে ব্যবহার করা হয়েছে ৩৫০ সিসির সিঙ্গেল সিলিন্ডার, ৪-স্ট্রোক, এয়ার-অয়েল কুলড, ফুয়েল ইনজেকশন ইঞ্জিন। যা সর্বোচ্চ ৫,২৫০ আরপিএম-এ ১৯.৯৩ হর্সপাওয়ার শক্তি এবং ৪,০০০ আরপিএম-এ ২৭ এনএম টর্ক উৎপাদন করতে সক্ষম। উচ্চ গতির জন্য বাইকটিতে ৫-স্পিড গিয়ারবক্স ব্যবহার করা হয়েছে। নিরাপত্তার জন্য ব্যবহার করা হয়েছে ডুয়াল চ্যানেল ABS ব্রেকিং সিস্টেম।
বাইকটি প্রতি লিটারে সর্বোচ্চ ৪১.৫৫ কিলোমিটার পাড়ি দিতে সক্ষম এবং এটি সর্বোচ্চ গতি তুলতে পারবে ঘণ্টায় ১২০ কিলোমিটার পর্যন্ত। দেশের বাজারে বাইকটির দাম প্রায় ৪ লাখ ৩৫ হাজার টাকা।
রয়্যাল এনফিল্ড হান্টার ৩৫০
বাইকটিতে ব্যবহার করা হয়েছে ৩৫০ সিসির সিঙ্গেল সিলিন্ডার, এয়ার-অয়েল কুলড, ৪-স্ট্রোক, SOHC ইঞ্জিন। যা সর্বোচ্চ ৬,১০০ আরপিএম-এ ২০.২ হর্সপাওয়ার শক্তি এবং ৪,০০০ আরপিএম-এ ২৭ এনএম টর্ক উৎপাদন করতে সক্ষম। উচ্চ গতির জন্য বাইকটিতে ৫-স্পিড গিয়ারবক্স ব্যবহার করা হয়েছে। নিরাপত্তার জন্য ব্যবহার করা হয়েছে ডুয়াল চ্যানেল ABS ব্রেকিং সিস্টেম।
বাইকটি প্রতি লিটারে সর্বোচ্চ ৪০.১৯ কিলোমিটার পাড়ি দিতে সক্ষম এবং এটি সর্বোচ্চ গতি তুলতে পারবে ঘণ্টায় ১২০ কিলোমিটার পর্যন্ত। দেশের বাজারে বাইকটির দাম প্রায় ৩ লাখ ৭২ হাজার টাকা।
এছাড়া, বাইকের মাইলেজ বিভিন্ন কারণে পরিবর্তিত হতে পারে, যেমন রাইডিং স্টাইল, রক্ষণাবেক্ষণ এবং রাস্তাগুলির ধরন। তবে, এই তিনটি মডেল মাইলেজের দিক থেকে রয়্যাল এনফিল্ডের মধ্যে সেরা বলে বিবেচিত।