বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ১২:০২:২৪

জানেন হঠাৎ কত কমলো জ্বালানি তেলের দাম?

জানেন হঠাৎ কত কমলো জ্বালানি তেলের দাম?

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের দুই বৃহৎ অর্থনীতির দেশের মধ্যে চলমান বাণিজ্য যুদ্ধের কারণে অপরিশোধিত জ্বালানি তেলের চাহিদা কমেছে, যার কারণে বিশ্ববাজারে এর মূল্য হ্রাস পেয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) রয়টার্স এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৫৯ সেন্ট কমে ৬৫ ডলার ২৭ সেন্ট, ওয়েস্ট টেক্সাস ইন্টারমেডিয়েট অপরিশোধিত তেলের দাম ৪৯ সেন্ট কমে ৬১ ডলার ৫৬ সেন্ট হয়েছে।

বাজার বিশ্লেষক ট্যামাস ভার্গা সংবাদ সংস্থাটিকে বলেন, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে দেনদরবার বন্ধ হয়ে যাওয়ায় ব্যবসা-বাণিজ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। ফলে আবারও তেলের চাহিদা কমেছে।

অর্থনীতিবিদদের অনেকে রয়টার্সকে বলেছেন, সব আমদানি পণ্যের ওপর শুল্ক বসিয়ে ডোনাল্ড ট্রাম্প বিশ্ববাণিজ্যে উচ্চমাত্রায় ঝুঁকি তৈরি করেছেন। চলতি বছর বিশ্ব অর্থনীতি মন্দায় পড়তে পারে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে