আন্তর্জাতিক ডেস্ক : ভারতের অন্ধ্রপ্রদেশে উৎসব চলাকালীন একটি মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। হঠাৎ ভেঙে পড়ে নবনির্মিত ওই মন্দিরের দেয়ালের একাংশ। তাতে চাপা পড়ে কমপক্ষে আটজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৪ জন।
বুধবার (২০ এপ্রিল) ভোরে বিশাখাপত্তনমের সিমহাচলমে শ্রী বরাহ লক্ষ্মী নরসিংহ স্বামী মন্দিরে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৩ জন নারী রয়েছেন বলে জানা গেছে। তাদের পরিচয় এখনও জানা যায়নি। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন রাজ্যের মন্ত্রী ভাঙ্গালপুদি অনিথা।
জানা যায়, ঘটনাটি ঘটেছে রাত আড়াইটা নাগাদ। বার্ষিক চন্দনোৎসব উপলক্ষে সেখানে ভিড় করেছিলেন অনেকে। সেই সময় মন্দিরের দেয়ালের একাংশ ভেঙে পড়ে। খবর পেয়ে ভোরেই মন্দিরে যান মন্ত্রী। তিনি জানিয়েছেন, ভারি বৃষ্টিপাতের কারণে নবনির্মিত মন্দিরের দেয়ালটি ভিজে গিয়েছিল। তারওপর ভক্তদের চাপে দেয়ালটি ভেঙে পড়ে।
ঘটনার পরই সেখানে উদ্ধারকাজ শুরু করে উদ্ধারকারী দল। বিশাখাপত্তনমের জেলা প্রশাসক হরেন্ধীর প্রসাদ এবং পুলিশ কমিশনার শঙ্খ ব্রত বাগচীও ঘটনাস্থলে পৌঁছান। তারা উদ্ধারকাজ তদারকি করেন।
মন্দিরটি অবস্থিত সিমহাগিরি বাস স্ট্যান্ডের কাছে একটি শপিং কমপ্লেক্সের পাশে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, ভারি বৃষ্টিপাতের কারণে মাটি আলগা হয়ে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর দ্রুত হতাহতদের উদ্ধার করে বিশাখাপত্তনমের কিং জর্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সূত্র: হিন্দুস্তান টাইমস