বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ০৮:০০:৫৫

যেসকল মডেলের আইফোনে মে মাস থেকে আর কাজ করবে না হোয়াটসঅ্যাপ

যেসকল মডেলের আইফোনে মে মাস থেকে আর কাজ করবে না হোয়াটসঅ্যাপ

আন্তর্জাতিক ডেস্ক : আইফোন ব্যবহারকারীদের জন্য রয়েছে দুঃসংবাদ। বেশ কয়েকটি মডেলের আইফোনে মে মাস থেকে আর কাজ করবে না হোয়াটসঅ্যাপ। তালিকায় আপনার ফোনটি নেই তো?

হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছে, iOS 15.1 ও তার আগের অপারেটিং সিস্টেম চলে যে ফোনগুলো সেগুলোতে আর কাজ করবে না এই অ্যাপটি। এছাড়া তালিকায় আছে, আইফোন 5S, 6 ও আইফোন 6 প্লাস। বলা হয়েছে, এরপর একাধিক আইফোন অপারেটিং সিস্টেম ১০ ও ১১ নিয়ে বাজারে এলেও তা পরবর্তীতে আপডেট হয়েছে। 

কিন্তু 5S, 6 ও 6 প্লাস, এই মডেল তিনটির অপারেটিং সিস্টেম iOS 15.1-এর থেকে পুরোনোই রয়ে গেছে। ফলে হোয়াটসঅ্যাপের বর্তমান ভার্সন ওই ফোনগুলো সাপোর্ট করবে না। সেই কারণে ২০২৪ সালের মে মাস থেকে এই তিনটি ফোনে আর কাজ করবে না হোয়াটসঅ্যাপ।

অনেক আইফোন ব্যবহারকারী জানতে চান, তার ফোনের অপারেটিং সিস্টেমের ভার্সন কী? আচমকা কাজ করা বন্ধ করে দেবে না তো তার হোয়াটসঅ্যাপ? কীভাবে বুঝবেন আপনার ফোনে সফটওয়্যারের লেটেস্ট ভার্সন আছে কি না? এর জন্য, প্রথমে যেতে হবে সেটিংস অপশনে। সেখান থেকে বেছে নিন মেনু। তারপর যান অ্যাবাউট অপশনে। 

এরপর বেছে নিন সফটওয়ার আপডেট। যদি লেটেস্ট সফটওয়্যারটি ডাউনলোড আগেই করা হয়ে থাকে, সেক্ষেত্রে দেখতে পাবেন কোন ভার্সন রয়েছে আপনার ফোনে। আর যদি আপডেট করার প্রয়োজন থাকে, সেটাও দেখতে পাবেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে