আন্তর্জাতিক ডেস্ক : অবিশ্বাস্য মনে হলেও সত্যি। স্যামসাংয়ের একটি মডেলের ফোন কেনা যাবে অর্ধেক দামে। যার মডেল গ্যালাক্সি এস২৪ প্লাস। ভারতের জনপ্রিয় ই-কমার্স ওয়েবসাইট অ্যামাজন ডটকমে অর্ধেক দামে পাওয়া যাচ্ছে স্যামসাংয়ের এই ফোন।
২০২৪ সালে সর্বশেষ বাজারে আসে গ্যালাক্সি এস২৪ প্লাস। এই কয়দিনে মডেলটি বেশ পুরনো হয়ে গেছে। তাই কোম্পানি ক্লিয়ারেন্স ছাড়ে অর্ধেক দামে বিক্রি করছে হ্যান্ডসেটটি।
মডেল পুরনো হলেও এতে বেশ কিছু ভালো ফিচার রয়েছে। এই স্মার্টফোনটিতে এক্সিনোস ২৪০০ প্রসেসর দেওয়া হয়েছে। লাখ টাকার এই ফোন এখন কিনতে পারবেন ৫০ হাজারেই।
স্যামসাং গ্যালাক্সি এস২৪ প্লাস কোবাল্ট ভায়োলেট এই একটি রঙেই কেনা যাবে। এতে রয়েছে দুর্দান্ত সব আকর্ষণীয় বৈশিষ্ট্য।
অ্যানড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেম চালিত এই ফোনে ১০ ও ১২ মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। সামনে ১২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। হ্যান্ড সেটটিতে ৪৯০০ এমএএইচ ব্যাটারি রয়েছে।
এতে ৪৫ ওয়াটের তারযুক্ত চার্জিং এবং ১৫ ওয়াটের ওয়্যারলেস চার্জিং রয়েছে। ফোনটিতে একটি টাইপ সি চার্জি পোর্ট রয়েছে।