শুক্রবার, ০২ মে, ২০২৫, ১১:৫৬:৪২

কম দামের বেশি মাইলেজের সেরা তিন বাইক

কম দামের বেশি মাইলেজের সেরা তিন বাইক

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশের বাজারে বাইকের চাহিদা দিনদিন বেড়েই চলেছে। বিশেষ করে যারা কম দামে দুর্দান্ত মাইলেজ, ভালো ফিচার্স আর স্টাইলিশ লুক চান তারাই বাইকের প্রতি বেশি ঝুঁকছেন। 

লাখ টাকার মধ্যে বাংলাদেশে বেশ কিছু ভালো মানের বাইক পাওয়া যায়, যেগুলো পারফরম্যান্স, মাইলেজ এবং বাজেটের মধ্যে উপযুক্ত। 

আপনি যদি বাজেট ফ্রেন্ডলির মধ্যে দুরন্ত মাইলেজ, সেরা ফিচার্সসহ বাইক কিনতে চান, তাহলে আপনার জন্য এই তিনটি বাইক সেরা হতে পারে। 

চলুন জেনে নেওয়া যাক সেই বাইক ৩টি সম্পর্কে- 

হোন্ডা ড্রিম ১১০
এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে ১১০ সিসির ইঞ্জিন। যা সর্বোচ্চ ৭,৫০০ আরপিএম-এ ৮.২৫ হর্সপাওয়ার শক্তি এবং ৫,৫০০ আরপিএম-এ ৯.০৯ এনএম টর্ক উৎপাদন করতে সক্ষম। বাইকটিতে ৪-স্পিড গিয়ারবক্স ব্যবহার করা হয়েছে। হোন্ডা ড্রিম ১১০ প্রতি লিটারে ৬০-৬৫ কিলোমিটার পাড়ি দিতে সক্ষম এবং এটি সর্বোচ্চ গতি তুলতে পারবে ঘণ্টায় ৯০ কিলোমিটার পর্যন্ত। দেশের বাজারে বাইকটির দাম প্রায় ১ লাখ ২১ হাজার টাকা। 

সুজুকি হায়াতে  
এই বাইকে ব্যবহার করা হয়েছে ১১০ সিসির ইঞ্জিন। যা সর্বোচ্চ ৭,৫০০ আরপিএম-এ ৮.২০ হর্সপাওয়ার শক্তি এবং ৫,৫০০ আরপিএম-এ ৮.৮০ এনএম টর্ক উৎপাদন করতে সক্ষম। বাইকটিতে ৪-স্পিড গিয়ারবক্স ব্যবহার করা হয়েছে। সুজুকি হায়াতে  প্রতি লিটারে ৫৫-৬০ কিলোমিটার পাড়ি দিতে সক্ষম এবং এটি সর্বোচ্চ গতি তুলতে পারবে ঘণ্টায় ৮০ কিলোমিটার পর্যন্ত। দেশের বাজারে বাইকটির দাম প্রায় ১ লাখ টাকা। 

টিভিএস মেট্রো  
বাইকটিতে ব্যবহার করা হয়েছে ১০০ সিসির এয়ার কুলড, ৪-স্ট্রোক, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। যা সর্বোচ্চ ৭,৫০০ আরপিএম-এ ৭.৩০ হর্সপাওয়ার শক্তি এবং ৫,০০০ আরপিএম-এ ৭.৫০ এনএম টর্ক উৎপাদন করতে সক্ষম। বাইকটিতে ৪-স্পিড গিয়ারবক্স ব্যবহার করা হয়েছে। টিভিএস মেট্রো প্রতি লিটারে ৫৫-৬০ কিলোমিটার পাড়ি দিতে সক্ষম এবং এটি সর্বোচ্চ গতি তুলতে পারবে ঘণ্টায় ৮৫ কিলোমিটার পর্যন্ত। দেশের বাজারে বাইকটির দাম প্রায় ১ লাখ ১৫ হাজার টাকা। বাইকটি কম খরচে ভালো পারফরম্যান্স দিয়ে থাকে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে