শুক্রবার, ০২ মে, ২০২৫, ১১:০৪:৩৪

জানেন এবার হঠাৎ কত হলো ক্রিপ্টোকারেন্সির দাম?

জানেন এবার হঠাৎ কত হলো ক্রিপ্টোকারেন্সির দাম?

আন্তর্জাতিক ডেস্ক : বছরের শুরু থেকে পতনের মুখে থাকা ক্রিপ্টোকারেন্সির দাম আবারও বাড়তে শুরু করেছে। লাগাতার দাম বেড়ে ৯৭ হাজার ২৪৪ ডলারে ঠেকেছে বিটকয়েনের দাম। এছাড়া বাড়ছে ইথার, বাইন্যান্সসহ অধিকাংশ ক্রিপ্টোকারেন্সির দাম।

লাগাতার পতনের মুখে থাকা ক্রিপ্টো বাজারের সবচেয়ে জনপ্রিয় মুদ্রা বিটকয়েনের দাম সপ্তাহ ব্যবধানে বেড়েছে ২ দশমিক ৫১ শতাংশ।

শুক্রবার (২ মে) সকালে প্রতিটি মুদ্রা বিক্রি হয়েছে ৯৭ হাজার ২৪৪ ডলারে।
 
বেড়েছে আরেক জনপ্রিয় ভার্চুয়াল মুদ্রা ইথারের দামও। সপ্তাহ ব্যবধানে বেড়েছে ৩ দশমিক ৪১ শতাংশ। এই মুদ্রা বিক্রি হচ্ছে ১ হাজার ৮৪৮ ডলারে।
 
দাম বেড়েছে বাইন্যান্সেরও। সপ্তাহ ব্যবধানে দশমিক ২ শতাংশ বেড়ে বর্তমানে প্রতিটি মুদ্রা বিক্রি হচ্ছে ৬০০ ডলারে।
 
এদিকে ১৫০ ডলার ৭০ সেন্টে বিক্রি হচ্ছে সোলানা। তবে তা আগের সপ্তাহের তুলনায় দশমিক শূন্য ৭ শতাংশ কম।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে