মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ১১:২০:১৯

ব্রেকিং নিউজ: ভেঙে গেছে ভারতের আত্রাই নদীর বাঁধ! বাংলাদেশে কী প্রভাব পড়বে?

ব্রেকিং নিউজ: ভেঙে গেছে ভারতের আত্রাই নদীর বাঁধ! বাংলাদেশে কী প্রভাব পড়বে?

আন্তর্জাতিক ডেস্ক : মাত্র চার মাস আগে নির্মিত পশ্চিমবঙ্গের বালুরঘাটে আত্রাই নদীর বাঁধ আবারও ভেঙে পড়েছে। মঙ্গলবার (২০ মে) সকালে পানির প্রবল চাপে ৩০ কোটি রুপি ব্যয়ে নির্মিত বাঁধটি ধসে পড়ে। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে আত্রাই নদীর পাড়ের গ্রামগুলোতে।

আত্রাই নদী বাংলাদেশ হয়ে ভারতে প্রবেশ করে এবং পরে আবার বাংলাদেশে ফিরে আসে। ভারতে এটি আত্রেয়ী নদী নামেও পরিচিত। গত বছর ভারত সরকার এই নদীতে বাঁধ নির্মাণের কাজ শুরু করে, যার মূল উদ্দেশ্য ছিল বন্যা প্রতিরোধ।

কিন্তু বাঁধের কাজ চলাকালীনই চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রবল বন্যার পানিতে বাঁধ ভেঙে যায়। সেই সময় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরপর প্রশাসনের পক্ষ থেকে মেরামতের কাজ চলছিল। তবে মঙ্গলবার সকালে সেই মেরামত করা অংশ পুনরায় ভেঙে পড়ায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

টানা বৃষ্টিপাতের কারণে আত্রাই নদীর পানির স্তর বেড়ে গেছে। স্থানীয়দের আশঙ্কা, এইভাবে পানি বাড়তে থাকলে বাঁধের ক্ষতিগ্রস্ত অংশ পুরোপুরি ধসে পড়তে পারে। এতে আশপাশের গ্রামের ঘরবাড়ি ও কৃষিজমি প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। যেহেতু নদীটি ভারত হয়ে আবার বাংলাদেশে প্রবেশ করেছে, তাই আচমকা পানি প্রবাহ বৃদ্ধি বাংলাদেশেও প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এই বাঁধটি তৈরি করতে খরচ হয়েছে প্রায় ৩০ কোটি রুপি। কিন্তু বর্ষার শুরুতেই এর ধস ভয় ধরিয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।

ঘটনার পরপরই বাঁধটি পরিদর্শনে যান দক্ষিণ দিনাজপুরের সাংসদ ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি বলেন, “বাঁধ নির্মাণে দুর্নীতি হয়েছে। বাড়ি তৈরির মতো টিএমটি রড ব্যবহার করে বাঁধ বানানো হয়েছে। এটা চরম দুর্নীতির ফল। আমি চাই, এ বিষয়ে প্রশাসনিক স্তরে উচ্চপর্যায়ের তদন্ত হোক।”

তিনি আরও অভিযোগ করেন, বাঁধ নির্মাণে প্রচুর টাকা ঘুষ হিসেবে নেতাদের দেওয়া হয়েছে, যার ফলেই আজকের এই বিপর্যয়।

অন্যদিকে বালুরঘাট মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান অশোক মিত্র এই ভাঙনকে ‘প্রাকৃতিক দুর্যোগ’ বলে ব্যাখ্যা করেন। তিনি বলেন, “এই ভাঙনের পেছনে কোনো মানুষের হাত নেই। দুর্নীতির অভিযোগ তোলার আগে বিজেপিকে নিজেদের ঘরের দিকে নজর দিতে হবে।”

তিনি আরও বলেন, “বালুরঘাট রেলস্টেশনে তৃতীয় শ্রেণির লিড ব্যবহার করে যে কাজ হচ্ছে, সেটি কি দুর্নীতি নয়?”

তিনি রাম মন্দির নির্মাণ নিয়েও তির্যক মন্তব্য করে বলেন, “রাম মন্দির তৈরির পরই ছাদ থেকে জল পড়ছে— এটাও তো দুর্নীতি। সেখানে বিজেপি চোখ বুজে আছে।”

এমন রাজনৈতিক পাল্টাপাল্টি মন্তব্যের মধ্যে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন আত্রাই নদীর পাড়ে বসবাসকারী সাধারণ মানুষ। দ্রুত বাঁধ মেরামত এবং ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন তারা। তবে প্রশাসনের পক্ষ থেকে এখনো সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়ায় ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মধ্যে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে