আন্তর্জাতিক ডেস্ক : নিজে পবিত্র কাবা শরিফ পরিষ্কার করলেন সৌদি বাদশাহ।
এসময় তার সঙ্গে ছিলেন মক্কার গভর্নর প্রিন্স ফয়সাল আল খালেদ, মসজিদুল হারামের সম্মানিত খতিব আবদুর রহমান আস সুদাইসিসহ সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা।
পরে কাবা শরিফ পরিষ্কারের ওই ভিডিওটি সৌদি টেলিভিশনের সৌজন্যে ইউটিউবে প্রকাশ করা হয়েছে।
ভিডিওটিতে দেখা যায়, বাদশাহ সালমান সবাইকে নিয়ে কাবাঘরের ভেতরে নামাজ আদায় ও দোয়া করছেন। নামাজ শেষে তকে একটি রুমাল দিয়ে কাবার দেয়াল মুছতে দেখা যায়।
নামাজ শেষে হজরে আসওয়াদ চুমু খান তিনি। পরে কাবাঘরের পুরনো কিছু ছবির প্রদর্শনী ঘুরে দেখেন বাদশাহ। সবশেষে পবিত্র জমজমের পানি পান করে মসজিদুল হারাম থেকে বিদায় নেন সৌদি বাদশাহ।
২২ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম