মঙ্গলবার, ০১ মার্চ, ২০১৬, ০৮:২৮:৪৫

দল থেকে পদত্যাগ করলেন মাহাথির, বিচার চাইলেন প্রধানমন্ত্রীর

দল থেকে পদত্যাগ করলেন মাহাথির, বিচার চাইলেন প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক : আধুনিক মালয়েশিয়ার রূপকার ও সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মাদ পদত্যাগ করেছেন। ক্ষমতাসীন ইউনাইটেড মালয়িজ ন্যাশনাল অর্গানাইজেশন দল থেকে সোমবার সকালে তিনি পুত্রজায়া থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

প্রধানমন্ত্রী নাজিব রাজাকের ঘুষ কেলেংকারির ঘটনায় পদত্যাগ করলেন মাহাথির মোহাম্মাদ। এই নিয়ে দল থেকে দ্বিতীয়বার পদত্যাগ করলেন তিনি। এর আগে ২০০৮ সালে তিনি তখনকার প্রধানমন্ত্রী আহমদ বাদাভির প্রতি অসন্তুষ্ট হয়ে দল থেকে প্রথামবার পদত্যাগ করেন।

মাহাথির মোহাম্মাদ বলেছেন, ১৯৪৬ সালে যে লক্ষ্য নিয়ে এ দল প্রতিষ্ঠিত হয়েছিল এখন আর সে কাজ করছে না। দলটি এখন অন্যায়কে রক্ষার জন্য কাজ করছে। দল থেকে এখন প্রাধান্য দেয়া হচ্ছে কীভাবে নাজিবকে ক্ষমতায় রাখা যায়।

মাহাথির পরিষ্কার করে বলেছেন, দুর্নীতিকে সমর্থনকারী দলের সদস্য হিসেবে আমি নিজে অস্বস্তি বোধ করছি। নাজিবের মতোই দলটিও মনে করছে অর্থ হচ্ছে রাজা। আমি নাজিবের দল ছেড়ে যাচ্ছি; এর সঙ্গে আর নেই। মাহাথির আরো বলেছেন, নাজিব এই দেশের প্রধানমন্ত্রী হিসেবে কাজ করতে পারবেন না।

নাজিব রাজাক সৌদি আরবের কাছ থেকে অনুদান বা উপহার হিসেবে বিপুল পরিমাণ অর্থ নিয়েছেন বলে সম্প্রতি খবর বের হয়েছে। এ ঘটনার জের ধরে কয়েকদিন আগে মাহাথির মোহাম্মাদের ছেলে রাজ্য মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়িয়েছেন।
০১ মার্চ ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে