আন্তর্জাতিক ডেস্ক : অত্যাধুনিক পাঁচটি নতুন সামরিক সরঞ্জাম উদ্বোধন করল ইরান। দেশটির বিশেষজ্ঞরা এসব সরঞ্জাম তৈরি করেছে। এ সব সরঞ্জাম দেশীয় প্রযুক্তিতে তৈরি হওয়ায় শত্রুরা রয়েছে ধোঁয়াশায়। ফলে তাদের মধ্যে এক ধরণের আতঙ্ক তৈরি হয়েছে।
ইরানি প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন দেহকান এসব সরঞ্জাম উদ্বোধন করেন। সামরিক সরঞ্জামগুলোর মধ্যে রয়েছে- পার্স ক্যাম ডিটেক্টর ডিভাইস, বিস্ফোরক প্রতিরোধী পলিমার কভার, এনবিসি বা পরমাণু, জীবাণু ও রাসায়নিক উপাদান প্রতিরোধী পোশাক এবং ওবিডক্সাইম ক্লোরাইড, যা রাসায়নিক উপাদানের ক্ষতি থেকে রক্ষা পেতে ওষুধ হিসেবে ব্যবহৃত হয়।
এসময় প্রতিরক্ষামন্ত্রী বলেন, শত্রুদের অবরোধ ব্যর্থ হয়েছে। অবরোধ সত্ত্বেও ইরানের সামরিক বাহিনীর উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত ছিল। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। আমরা আরও নতুন নতুন অত্যাধুনিক সরঞ্জাম নির্মাণের লক্ষ্যে কাজ করছি।
ইসলামি বিপ্লব বিজয়ের পর ইরান প্রয়োজনীয় সামরিক সরঞ্জাম তৈরিতে স্বনির্ভরতা অর্জন করেছে।
০১ মার্চ ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস