মঙ্গলবার, ০১ মার্চ, ২০১৬, ০৯:৫১:০৫

সিরিয়ায় না খেয়ে মারা গেছে কয়েক হাজার মানুষ

সিরিয়ায় না খেয়ে মারা গেছে কয়েক হাজার মানুষ

আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়ায় কয়েক হাজার মানুষ আনাহারে মারা গেছে বলে আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ। এছাড়া দেশটিতে গৃহযুদ্ধ চলাকালিন সময় অন্তত পাঁচ লাখ মানুষ অবরুদ্ধ হয়ে পড়েছে। আর সেখানেই না খেয়ে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে ধারণা করছে জাতিসংঘ। এ খবর প্রকাশ করেছে এএফপি।

জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের বার্ষিক অধিবেশনে গতকাল সোমবার এসব কথা বলেন সংস্থাটির মানবাধিকার-বিষয়ক প্রধান জায়িদ রা’দ আল হোসেন।

তিনি তার বক্তব্যে বলেন, যুদ্ধের অস্ত্র হিসেবে এভাবে জোর করে মানুষকে অনাহারে রাখা পুরোপুরি নিষিদ্ধ। বেসামরিক মানুষজনকে অবরুদ্ধ করার ফলেই তারা নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী থেকে বঞ্চিত হয়। সিরিয়ায় কয়েক বছর ধরে শহর ও গ্রামে অন্তত পাঁচ লাখ মানুষ অবরুদ্ধ অবস্থায় রয়েছে।

ত্রাণকর্মীরা বলছেন, সিরিয়ায় রাজধানী দামেস্ক থেকে ৪০ কিলোমিটার দূরের শুধু মাদায়া শহরেই শ খানেক মানুষ অনাহারে মারা গেছে। তবে জায়িদ বলেন, বাস্তব পরিস্থিতি হয়তো এর চেয়েও ভয়ংকর। দেশটিতে কয়েক হাজার মানুষ হয়তো না খেতে পেয়ে মারা গেছে।

গতকাল থেকেই জাতিসংঘ অবরুদ্ধ সিরিয়ার নাগরিকদের জন্য ত্রাণ কর্মসূচি শুরু করেছে। গত শুক্রবার থেকে কার্যকর হওয়া সাময়িক যুদ্ধবিরতিতে এ কার্যক্রম চলবে। পাঁচ বছর ধরে চলা সিরিয়ার গৃহযুদ্ধে এই প্রথমবারের মতো যুদ্ধবিরতি কার্যকর হলো।
১ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে