মঙ্গলবার, ০১ মার্চ, ২০১৬, ১০:২২:৫০

এবার সৌদির বিরুদ্ধে গুরুত্বর অভিযোগ তুলল সিরিয়া

এবার সৌদির বিরুদ্ধে গুরুত্বর অভিযোগ তুলল সিরিয়া

আন্তর্জাতিক ডেস্ক : এবার সৌদি আরবের বিরুদ্ধে আঙ্গুল তুলল সিরিয়ার স্বৈরশাসক কাশার আল আসাদ সরকার। এর আগে তুরস্কের বিরুদ্ধে একই ধরণের অভিযোগ তোলে আসাদের মিত্র রাশিয়া। সংকট উত্তরণে এর মধ্যেই 'প্লান বি' বাস্তবায়নের ঘোষণা দেয় সৌদি। এরপর সিরিয়ার সরকার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, সে দেশে কার্যকর হওয়া যুদ্ধবিরতি নস্যাতের চেষ্টা করছে সৌদি আরব।

গত শুক্রবার মধ্যরাত থেকে সিরিয়ায় যুদ্ধবিরতি কার্যকর হয়। রোববার সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের বলেছেন, যুদ্ধবিরতির বিষয়ে সিরিয়া ও রাশিয়া যদি আন্তরিক না হয় তাহলে রিয়াদ বিকল্প পরিকল্পনা বিবেচনা করবে। সৌদি মন্ত্রীর বক্তব্যের পর তা নাকচ করে দেয় রাশিয়া। তারা বলেছে, প্ল্যান বি’র কোনো প্রশ্নই ওঠে না।

যুদ্ধবিরতি নস্যাতের বিষয়ে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সোমবার প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, সৌদি ‘প্ল্যান বি’ নিয়ে যে মন্তব্য করেছেন তাতে যুদ্ধবিরতি নস্যাতের পরিষ্কার ইঙ্গিত রয়েছে।

সিরিয়ার বিবৃতিতে জোর দিয়ে বলা হয়েছে, সৌদি মন্ত্রীর সাম্প্রতিক মন্তব্য থেকে সিরিয়া বিষয়ে দেশটির ধ্বংসাত্মক ভূমিকা পরিষ্কার হয়ে ওঠে। সিরিয়ার বিভিন্ন এলাকায় সম্প্রতি বিদ্রোহীরা চাঁপে রয়েছে। তাদের চাঙ্গা করে তোলার জন্য সৌদি মন্ত্রী এ মন্তব্য করেছেন বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।
০১ মার্চ ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে