মঙ্গলবার, ০১ মার্চ, ২০১৬, ০৭:৪১:৩১

নকল রুখতে সেনাবাহিনীর অভিনব উদ্যোগ!

নকল রুখতে সেনাবাহিনীর অভিনব উদ্যোগ!

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে সেনাবাহিনীর চাকরির জন্য পরীক্ষা দিতে গিয়ে চরম অস্বস্তিতে পড়তে হল ১,১০০ প্রার্থীকে। পরীক্ষকের নির্দেশে খালি গায়ে পরীক্ষা দিতে হল। নকল রুখতেই এই আজব পদ্ধতি চালুর যুক্তি দেখিয়েছেন সেনাবাহিনীর কর্তারা। কেন এমনটা করা হল, তা সেনাপ্রধান দলবীর সিং-এর থেকে জানতে চেয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিকর। টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ খবর জানা যায়।

রবিবার বিহারের মুজফ্ফরনগরে সেনাবাহিনীর ক্লার্ক পদের জন্য পরীক্ষা দিতে গিয়েছিলেন ১১০০ চাকরিপ্রার্থী। কিন্তু পরীক্ষা কেন্দ্রে পৌঁছে পরীক্ষকের নির্দেশ শুনেই চোখ যেন আকাশে উঠেগেল প্রার্থীদের। প্রত্যেককে খালিগায়ে পরীক্ষা দেয়ার নির্দেশ দেন পরীক্ষক। বলেন, ওভাবেই দিতে হবে পরীক্ষা। চূড়ান্ত অস্বস্তি নিয়েই শুধুমাত্র চাকরির খাতিরে শার্ট আর প্যান্ট খুলে ফেলেন পরীক্ষার্থীরা। তবে, তাতেও সন্তুষ্ট হননি পরীক্ষক। তার সাফ নির্দেশ, 'ভেতরের গেঞ্জিটাও খুলে ফেলো।' নিরুপায় হয়ে শুধুমাত্র আন্ডারওয়্যার পরে পরীক্ষা দিতে বাধ্য হন প্রার্থীরা।

নকলের জন্য কুখ্যাত বিহারে, যেখানে পরীক্ষক ও বাবা-মায়েরাও নকল করতে সাহায্য করে থাকেন। আর সেখানে নকল রুখতেই এই ব্যবস্থা নেয়া হয়েছিল বলে জানিয়ে দিলেন এক সেনা কর্মকর্তা। আর্মি জেনারেল অফিস ডিরেক্টর কর্নেল ভিএস গোধারা বলেছেন, 'যাবতীয় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অধিকার আমায় দেয়া হয়েছে। আগের বছরগুলিতে, এরকম দুটো ঘটনা ঘটেছিল, যেখানে পরীক্ষার্থীরা টুকলির নোট আর মোবাইল ফোন লুকিয়ে রেখেছিল তাদের গেঞ্জি ও আন্ডারওয়্যারের ভেতর।'

আন্ডারওয়্যার পরে মাঠে বসে এক ঘণ্টার পরীক্ষা দেন চাকরিপ্রার্থীরা। অনেকেরই অস্বস্তি লাগছিল, ঠাণ্ডা লাগছিল। কিন্তু, অন্য কোনো উপায় ছিল না। কর্নেল গোধারার যুক্তি, সেনাবাহিনীর বিভিন্ন শারীরিক পরীক্ষাও শুধুমাত্র আন্ডারওয়্যার পরে দিতে হয়। কাজেই অস্বস্তির কিছুই নেই।
০১ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে