মঙ্গলবার, ০১ মার্চ, ২০১৬, ১০:৫০:৪৬

মহতী এক বাবা, মেয়ের বিয়ের টাকা থেকে ৬ লাখ চাষিদের দান

মহতী এক বাবা, মেয়ের বিয়ের টাকা থেকে ৬ লাখ চাষিদের দান

আন্তর্জাতিক ডেস্ক : কিছু করতে গেলে দরকার হয় মানসিকতার।  তার দৃষ্টান্ত রাখলেন বিবেক ভাড়কে।  মেয়ের বিয়ের বরাদ্দ থেকে ৬ লাখ টাকা সরিয়ে তা মারাঠাওয়াড়ার খরা কবলিত দু'টি গ্রামের চাষিদের হাতে তুলে দেন তিনি।

এ কাজে তিনি তার সঙ্গে পেয়েছেন তার স্ত্রী বসন্তিকে।  পেশায় কেমিক্যাল ইঞ্জিনিয়ার বিবেক আর কয়েক মাসের মধ্যেই চাকরি থেকে অবসর নেবেন। মেয়ের বিয়েতে বেশি ধুমধামের পথে হাঁটেননি তারা।  নিমন্ত্রিতদের আপ্যায়ন বাদে বিশেষ কোনো খরচও করেননি তিনি।  ছিমছাম অনুষ্ঠানের পর নিজেরাই গ্রামে গিয়ে চাষিদের হাতে তুলে দেন টাকা।

বিবেক ভাড়কে বলেন, আমরা এ পরিস্থিতির ব্যাপারে ভালোভাবেই জানি। কত মানুষ দেনার হাত থেকে বাঁচতে আত্মহত্যা করেছেন।  তাই মেয়ের বিয়েতে কোনো ধুমধাম করাতে আমার আপত্তি ছিল।  এ সিদ্ধান্তকে পরিবারের সবাই সমর্থন করেন।  তাই ঠিক করি বিয়েতে অপ্রয়োজনীয় জিনিসের ওফর কোনো খরচ করব না।  তাতে আমার মেয়ের বিয়েতে একটু জৌলুস কমুক ক্ষতি নেই।  এই টাকায় যদি চাষিদের পরিবারের একটু উপকার হয়, এর থেকে বড় প্রাপ্তি আর কিছুই হতে পারে না।

তিনি জানিয়েছেন, এই টাকা মূলত গ্রামের পাশে বয়ে যাওয়া নদীর গভীরতা বাড়াতে কাজে লাগানো হবে।  যাতে বর্ষার সময় আরো বেশি জলধারণের ক্ষমতা তৈরি হয়।  এতে অনেকাংশে বন্যা পরিস্থিতিও এড়ানো সম্ভব হয়।

প্রসঙ্গত, এর আগেও চাষিদের সাহায্যে এগিয়ে এসেছেন নানা পাটেকর, অক্ষয় কুমারের মতো বলিউড তারকারা।  তবে বহু সাধারণ মানুষ প্রচারের আড়ালে নিঃশব্দে কাজ করে চলেছেন। বিবেক ভাড়কে তাদেরই একজন।  সূত্র : টাইমস অব ইন্ডিয়া
১ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে