মঙ্গলবার, ০১ মার্চ, ২০১৬, ১১:০৪:১৯

ওসামা বিন লাদেনের উইল প্রকাশ

ওসামা বিন লাদেনের উইল প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন স্পেশাল ফোর্সেস-এর হাতে নিহত আল কায়দা প্রধান ওসামা বিন লাদেনের হাতে লেখা একটি উইল মঙ্গলবার প্রকাশিত হয়েছে।

এতে তিনি দাবি করেছেন যে, তার ব্যক্তিগত সম্পদের পরিমাণ প্রায় দুই কোটি ৯০ লাখ ডলার।

২০১১ সালের মে মাসে পাকিস্তানের অ্যাবোটাবাদে অভিযানের সময় মার্কিন বাহিনী অন্যান্য কাগজপত্রের সাথে উইলের দলিলটিও বাজেয়াপ্ত করেছিল।

মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা উইলটি মঙ্গলবার প্রকাশ করেছেন।

এই উইলে ওসামা বিন লাদেন তার বেশির ভাগ অর্থ ইসলামী জঙ্গিবাদে সহায়তার জন্য দান করে গেছেন।  কিছু অর্থ তিনি দান করেছেন তার নিকটাত্মীয়দের জন্য।  সূত্র : বিবিসি
১ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে