বুধবার, ০২ মার্চ, ২০১৬, ১২:০১:৩৭

সিরিয়া ভাঙার কোনো পরিকল্পনাই মানব না : মস্কো

সিরিয়া ভাঙার কোনো পরিকল্পনাই মানব না : মস্কো

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া বলেছে, সাবেক ইউগোস্লাভিয়ার মতো সিরিয়াকে কয়েক খণ্ডে বিভক্ত করার পরিকল্পনা দেশটি মেনে নেবে না। রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ রাজধানী মস্কোয় এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। শেষ পর্যন্ত সাবেক ইউগোস্লাভিয়ার মতো সিরিয়াকে কয়েকটি দেশে ভাগ করার আশঙ্কা কতখানি- এমন এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'কসোভো নাটক বা অন্য কোনো পরিকল্পনা সিরিয়ার ক্ষেত্রে প্রয়োগ করা যাবে না।'

সিরিয়ার সম্ভাব্য ভবিষ্যত সরকার ব্যবস্থা বিশেষ করে দেশটির জন্য একটি ফেডারেল শাসনব্যবস্থার সম্ভাবনা সম্পর্কে রিয়াবকভ বলেন, সিরিয়ার জন্য যে শাসনব্যবস্থাই বেছে নেয়া হোক না কেন তার সিদ্ধান্ত আসতে হবে দেশটির ভেতর থেকে; বাইরে থেকে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেয়া যাবে না।

আমেরিকা ও মধ্যপ্রাচ্যে তার কয়েকটি মিত্র দেশের পক্ষ থেকে সিরিয়াকে উত্তর ও দক্ষিণ- এই দুই অংশে বিভক্ত করার পরিকল্পনা নেয়া হয়েছে বলে যখন খবর প্রকাশিত হয়েছেন তখন রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী এ সতর্কবাণী উচ্চারণ করলেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি গত সপ্তাহে মার্কিন সিনেটে দেয়া এক বক্তৃতায় সিরিয়া সংক্রান্ত ওই পরিকল্পনার কথা তুলে ধরেছিলেন। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এ পরিকল্পনার তীব্র বিরোধিতা করেন।-রেডিও তেহরান
০১ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে